X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

মেট্রোরেলের কারণে এবারের বইমেলা আরও জমজমাট হওয়ার প্রত্যাশা

আবিদ হাসান
২৬ জানুয়ারি ২০২৪, ১৯:২২আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ২০:২০

বছর ঘুরে আবারও চলে এলো অমর একুশে গ্রন্থমেলা। আর কয়েক দিন পরেই পর্দা উঠবে প্রাণের উৎসবের। বইমেলায় এবার সব কাজ নিজ দায়িত্বে করছে বাংলা একাডেমি। ইতোমধ্যে প্রকাশকদের স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দিয়েছে তারা।

গত ২৩ জানুয়ারি বরাদ্দ পাওয়ার পর থেকেই স্টল-প্যাভিলিয়নের কাজে লেগে পড়েছেন প্রকাশকরা। পাঠকদের দৃষ্টি আকর্ষণের জন্য সাজসজ্জার কাজ সারছেন তারা। এবারের মেলা ১ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

সরেজমিন শুক্রবার (২৬ জানুয়ারি) বইমেলা প্রাঙ্গণের সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি চত্বরে দেখা যায়, ব্যস্ত সময় পার করছেন বই প্রকাশকরা। কোন জায়গায় কোন ব্যানার, সাইনবোর্ড, নামফলক বসবে, কতগুলো তাক হবে, কতটুকু দূরত্ব হবে—কাঠমিস্ত্রিদের সেসব নির্দেশনা দিচ্ছেন তারা।

ব্যানার, সাইনবোর্ড, নামফলক, তাক, দূরত্ব—সব কাজ সারছেন কাঠমিস্ত্রিরা

তবে গত বছরগুলোর চেয়ে এবার বইমেলা আরও বেশি জমজমাট হবে বলে জানিয়েছেন প্রকাশকরা। এর মূল কারণ হিসেবে মেট্রোরেল চালু হওয়া এবং বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ ক্রমান্বয়ে বাড়ছে বলে উল্লেখ করেন তারা।

স্টলের নির্মাণকাজ তদারক করছিলেন গ্রন্থরাজ্য প্রকাশনার স্বত্বাধিকারী রাজিব দত্ত। সোহরাওয়ার্দী উদ্যান চত্বরে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এবার আরও বেশি বই বিক্রি হবে। বইমেলা মানেই প্রকাশকদের একটা চাওয়া থাকে যে পাঠক আসবে, বিক্রি বাড়বে। আমাদের দেশে ক্রমেই পাঠক বাড়ছে। যার প্রতিফলন দেখতে পাচ্ছি অনলাইন ও অফলাইনে বই কেনার হার দেখে।

বেশি বই বিক্রির আশা রেখে তিনি বলেন, আমাদের স্টলের কাজ চলছে, আশা করছি আগামী মঙ্গলবারের মধ্যে কাজ শেষ করতে পারবো। বুধবার বই উঠিয়ে পুরো স্টল সাজিয়ে ফেলতে পারবো। বইমেলা নিয়ে আমাদের প্রত্যাশা বরাবরই বেশি। আশা করছি গতবারের চেয়ে এবার আরও বেশি বিক্রি হবে।

মেলার আয়োজক কমিটিও যথাযথ দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশকদের

অমর একুশে গ্রন্থমেলার লেখক বলছি মঞ্চে ৩৪ বছর ধরে সঞ্চালনা করছেন টিমুনী খান রীনো। বইমেলা প্রাঙ্গণে প্রকাশকদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন তিনি।

এবারের বইমেলা সার্বিকভাবে সফল হবে আশা করে তিনি বলেন, লেখক, পাঠক, প্রকাশকসহ সবাই সবার কাজ সুন্দরভাবে করতে পারবেন। মেলার আয়োজক কমিটিও যথাযথ দায়িত্ব পালন করবে। তবে লিটলম্যাগ চত্বরের জায়গা সংকুচিত হয়েছে দাবি করে আয়োজকদের প্রতি সুন্দর ব্যবস্থাপনার আহ্বান জানান তিনি।

এবারের বইমেলা গত যেকোনোবারের চেয়ে জমজমাট হবে বলে আশা করেন তারা

উচ্ছ্বাস প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদ মুনির বলেন, যেকোনও বারের চেয়ে এবারের বইমেলা আরও বেশি জমজমাট হবে, পাঠক ও দর্শনার্থী আরও বাড়বে। দেশের নানা প্রান্ত থেকে অনেক মানুষ আসবে। কারণ, মেট্রোরেলের কারণে যোগাযোগব্যবস্থা এখন অনেক উন্নত। তাই খুব সহজে কম সময়ে পাঠকরা মেলায় আসতে পারবেন।

বইমেলা আমাদের প্রাণের মেলা, প্রাণের উৎসব। এবারের মেলা নিয়ে আমার প্রত্যাশা হলো, বইমেলা জ্ঞান বিতরণের মেলা, আর পাঠকের আগ্রহও বাড়ছে। তা ছাড়া এবারের মেট্রোরেলের কারণেও পাঠক সমাগম বাড়বে। তাই এবারের বইমেলা গত যেকোনও বারের চেয়ে জমজমাট হবে। বলছিলেন শিরীন পাবলিশার্সের মালিক মামুন খান ইউসুফ জাই।

আমি এবার নিয়ে দুবার বইমেলায় অংশগ্রহণ করছি, এমন অভিজ্ঞতা প্রকাশ করে চিলেকোঠা প্রকাশনীর স্বত্বাধিকারী ইসরাত জাহান বলেন, বাংলা একাডেমির নির্দেশনা, ৩০ জানুয়ারির মধ্যে আমাদের স্টলের কাজ শেষ করতে হবে। আমরা ঠিক সময়েই কাজ শেষ করবো। আশা করছি এবারের বইমেলা অনেক ভালো হবে।

/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না: সালেহউদ্দিন আহমেদ
ড. মাহবুব উল্লাহর ‘আমার জীবন আমার সংগ্রাম’ বইয়ের পাঠ উন্মোচন 
ভুটানি ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের মোড়ক উন্মোচন
সর্বশেষ খবর
‘দেশের মানুষের ঘাড়ে জগদ্দল পাথর চেপে বসেছে, তা নামাতে হবে’
‘দেশের মানুষের ঘাড়ে জগদ্দল পাথর চেপে বসেছে, তা নামাতে হবে’
মে দিবসে শ্রমিক জোটের সমাবেশ ও লাল পতাকা মিছিল
মে দিবসে শ্রমিক জোটের সমাবেশ ও লাল পতাকা মিছিল
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
মে দিবসে সিপিবি’র সমাবেশ
মে দিবসে সিপিবি’র সমাবেশ
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’