X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

মানবপাচারের অভিযোগে মার্কিন দূতাবাসের মামলায় দুইজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৬

মানবপাচারের অভিযোগে ৫ বাংলাদেশির বিরুদ্ধে মার্কিন দূতাবাসের করা মামলায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গ্রেফতারের পর মামলার তদন্তের দায়িত্ব পাওয়া ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে ওই দুইজনকে হস্তান্তর করেছে গুলশান থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম।

তিনি বলেন, বর্তমানে মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। মামলা করার পরের দিনই আমরা অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করি। পরে সিটিটিসি তদন্তের দায়িত্ব পাওয়ায় আমরা গ্রেফতার দুইজন আসামিকে তাদের কাছে হস্তান্তর করি।

এর আগে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে ভিসার জন্য সাক্ষাৎকার নেওয়ার সময় মানবপাচার চক্রের দুই সদস্যকে চিহ্নিত করে মার্কিন দূতাবাস। পরে ১২ ফেব্রুয়ারি মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দুজনসহ পাঁচ বাংলাদেশির নামে গুলশান থানায় মামলা করেন মার্কিন দূতাবাসের কর্মকর্তা মিকাইল লি।

মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন— মফিজুর রহমান ও আশরাফুল আলম ভূঁইয়া, তাদের সহযোগী মোহাম্মদ জামান, মো. ভাসানী এবং চক্রের মূলহোতা মোহাম্মদ নূর আলম।

মামলার অভিযোগে মিকাইল লি উল্লেখ করেন, ১১ ফেব্রুয়ারি মফিজুর ও আশরাফুল মার্কিন ভিসার জন্য সাক্ষাৎকার দিতে যান। সে সময় তারা দু’জন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে মানবপাচারে জড়িত বলে স্বীকার করেন। তারা মূলত দালাল হিসেবে কাজ করেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভুয়া নথিও জমা দেন তারা।

বাংলাদেশ থেকে দুবাই, সুরিনাম ও প্যারাগুয়ে হয়ে যুক্তরাষ্ট্রে মানবপাচার করেন। এ কাজে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন অভিবাসন কর্মকর্তা অর্থের বিনিময়ে তাকে সহযোগিতা করেন। এ ছাড়া তারাও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন দেশে মানবপাচার করেন।

যুক্তরাষ্ট্রের ভিসার জন্য মার্কিন দূতাবাসে জমা দেওয়া কাগজপত্রে নিজেদের গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। তবে তারা দালাল চক্রের সদস্য বলে জানা গেছে। তারা দু’জন মানবপাচারের সুবিধা নিতেই যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য আবেদন করেন।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস