X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

বাবাদের কাঁধে চড়ে সিসিমপুরের আনন্দে মাতলো শিশুরা

আবিদ হাসান
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৩

বাবার কাঁধে চড়ার শখ যেন শিশুর স্বভাবজাত অভ্যাস। বাবারাও সন্তানদের কাঁধে চড়িয়ে আনন্দই পান। বাবাদের কাঁধে চড়ার দৃশ্য দেখা গেছে অমর একুশে বইমেলার শিশু চত্বরেও। বাবাদের কাঁধে চড়ে সিসিমপুরের পরিবেশনা দেখে আনন্দে মেতেছে শিশুরা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, শিশু প্রহর শুরু হওয়ার পরপরই কানায় কানায় ভরে যায় বইমেলার শিশু চত্বর। শিশু প্রহরের মঞ্চের সবদিকেই শিশু-কিশোররা বসেছে। তাদের পাশে দাঁড়িয়ে আছেন অভিভাবকরা। কিন্তু একটু পরে আসা শিশুরা সিসিমপুরের মঞ্চ দেখতে পাচ্ছিল না। তাই বাবার কাঁধই হলো তাদের ভরসা।

বাবা, চাচার কাঁধে চড়ে সিসিমপুরের পরিবেশনা দেখছে শিশুরা।

নানা বয়সের শিশুরা বাবাদের কাঁধে চড়ে সিসিমপুরের আনন্দে মেতেছে। কেউ কেউ বাবার কাঁধে চড়েই বাবার মোবাইল ফোনে হালুক, ইকরি, টুকটুকি, শিকুদের ছবি তুলছে, ভিডিও করছে। শুধু বাবা নয়, চাচার কাঁধে চড়েও সিসিমপুরের পরিবেশনা দেখেছে কেউ কেউ।

ঢাকার কামরাঙ্গীর চর থেকে বাবা মো. মনিরুল ইসলামের সঙ্গে মেলায় এসেছে আবদুল্লাহ আল হাসনাত (৫)। একটু পরে আসায় পেছনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। মনিরুল ইসলাম বলেন, ‘ছেলেকে নিয়ে এসেছি কিন্তু সিসিমপুরের মঞ্চ দেখা যাচ্ছে না। পরে ওকে কাঁধে নিলাম, এরপর দেখতে পাচ্ছে। ছেলে আনন্দ করছে, ভালো লাগছে। সঙ্গে ওর মাও এসেছে।’

সন্তানদের কাঁধে চড়িয়ে আনন্দই পান বাবারাও

বাবার কাঁধে চড়ে সিসিমপুরের পরিবেশনা দেখছিল সুরতী ইসলাম। সে জানায়, সে ক্লাস ওয়ানে পড়ে। বাবার কাঁধে চড়তে সব সময়ই তার ভালো লাগে। আজ তার প্রিয় অনুষ্ঠান সিসিমপুর দেখে অনেক আনন্দ হচ্ছে। অনুষ্ঠান শেষে রাখালের গল্পের বই কিনবে বলে জানায় সুরতী।

সৈয়দ শাহরিয়ার হোসেন চার বছরের মেয়ে সামিয়াকে নিয়ে শিশু প্রহর উপভোগ করতে এসেছেন। শিশু সামিয়া তার বাবার কাঁধে চড়ে মোবাইল ফোনে সিসিমপুরের ভিডিও করছিল, আর ছবি তুলছিল। সামিয়া বলে, ‘বাবার কাঁধে উঠতে ভালো লাগে।’

বাবার কাঁধে চড়ে সিসিমপুরের গানের শিশু মাহিন সালমান। মাহিন বাবার কাঁধে চড়ে সিসিমপুরের গানের সঙ্গে তাল মিলিয়ে হেলেদুলে আনন্দ করছিল। সে বলে, ‘আগে এসে দুটি বই কিনেছি। একটি বর্ণে বর্ণে শব্দ শেখা, আরেকটি ছড়ার বই। আর এখন সিসিমপুর দেখে মজা করছি।’

ছবি: প্রতিবেদক

/আরকে/
সম্পর্কিত
বইমেলা শেষ, কবে স্বরূপে ফিরবে সোহরাওয়ার্দী উদ্যান?
ব্রহ্মপুত্রপাড়ে পণ্ডিত বইমেলা, থাকবেন ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর সাহিত্যিক ও শিল্পী
সাঙ্গ হলো প্রাণের মেলা
সর্বশেষ খবর
খাবার না খাওয়ায় বাবার ‘চড়’, মাথায় আঘাত পেয়ে শিশুর মৃত্যু
খাবার না খাওয়ায় বাবার ‘চড়’, মাথায় আঘাত পেয়ে শিশুর মৃত্যু
স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেবে ইরান: রাইসি
স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেবে ইরান: রাইসি
নিত্যপণ্য আমদানির বিকল্প ব্যবস্থা হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
নিত্যপণ্য আমদানির বিকল্প ব্যবস্থা হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’