রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের একটি দোকান থেকে আইফোন চুরির অভিযোগে রাসেল প্রকাশ সাগর নামে এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মে) রাতে বসুন্ধরা সিটি শপিং মলের বেজমেন্টের একটি দোকান থেকে তাকে আটক করে তেজগাঁও থানা পুলিশ।
শুক্রবার (১৭ মে) বিকালে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এ তথ্য জানান।
ওসি বলেন, গ্রেফতারকৃত রাসেল দিনভর বসুন্ধরা সিটি শপিং মলে মোবাইল ফোনের দোকানে ক্রেতা সেজে ঘোরাঘুরি করতো। এরপর কৌশলে আইফোন চুরি করে পালিয়ে যেতো। বসুন্ধরা শপিং মলের মোবাইল দোকানে রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছিল সে।
রাসেল শুধু আইফোনই চুরি করতো জানিয়ে ওসি বলেন, চুরি করা ফোন বিভিন্ন দোকানে বিক্রি করে দিতো রাসেল। তার টার্গেট ছিল বসুন্ধরা শপিং মলের মোবাইল দোকানগুলো। এসব দোকানে ফোন প্রচুর থাকে, ভিড়ও থাকে। সেলসম্যান অন্যমনস্ক হলেই আইফোন নিয়ে পালিয়ে যেতো সে।
বৃহস্পতিবারও ক্রেতা সেজে ‘এপল গ্যাজেট’ নামে একটি দোকানে যায় রাসেল। পরে কৌশলে আইফোন নিয়ে দোকান থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে আটক করেন বিক্রয় প্রতিনিধিরা।
ওসি বলেন, কিছু দিন ধরেই বসুন্ধরা শপিং মলের বিভিন্ন মোবাইল ফোনের দোকানে চুরি হচ্ছিল বলে অভিযোগ আসে। রাসেলের বিরুদ্ধে চারটি দোকানের মোবাইল ফোন চুরি করার প্রমাণ মিলেছে।