রাজধানীর কারওয়ান বাজারে ‘লা ভিঞ্চি‘ নামে একটি আবাসিক হোটেলের জেনারেটর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ মে) সকালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকাল ১০টা ১৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৬ ইউনিটের চেষ্টায় পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনও খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।