X
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
৩০ মাঘ ১৪৩১

এমপি আজীম হত্যার ঘটনাস্থলে জিয়াদকে নিয়ে বাংলাদেশের গোয়েন্দারা

রক্তিম দাশ, কলকাতা
২৭ মে ২০২৪, ২১:০০আপডেট : ২৭ মে ২০২৪, ২১:১৫

কলকাতার নিউ টাউনের যে ফ্ল্যাটে ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে, সেখানে যান বাংলাদেশের গোয়েন্দারা। আনার হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার জিহাদকেও সঙ্গে নেন তারা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান হারুন অর রশীদও এ সময় উপস্থিত ছিলেন।

কলকাতা গোয়েন্দা সূত্রের খবর, জিহাদের বর্ণনা থেকে জানা গেছে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে ফেলা হয় আনারকে। এরপর শ্বাসরোধ করে খুন করা হয়। রান্নাঘর সংলগ্ন একটা জায়গায় তাকে খুন করে আততায়ীরা। সেই জায়গায় ছিল একটি সিসিটিভি, যা আগে থেকেই কাপড় এবং লিউকোপ্লাস্ট দিয়ে ঢেকে রেখেছিল সিলিস্তা রহমান।

খুন করার পর সোজা রান্নাঘরে নিয়ে যাওয়া হয় দেহ। টুকরো টুকরো করা হয়। দেহ থেকে হাড় মাংস আলাদা করে প্যাকেটে ঢোকানো হয়। সিলিস্তার দাবি, সে ওপরে ছিল। নেমে এসে আর দেখেনি আনারকে। সিসিটিভি ফুটেজ দেখে গোয়েন্দারা এটা জানতে পেরেছেন।

গোয়েন্দাদের দাবি, জিহাদ বলেছে ভাঙড়ের রাস্তায় বাগজোলা খালের কৃষ্ণমাটি ব্রিজের কাছে ফেলা হয় দেহাংশ। আনারের মোবাইল ও পোশাক ফেলা হয় গাবতলা বাজারের কাছে। মাথার খুলির টুকরো ফেলা হয় শাসনের কাছে একটি ভেড়িতে।

জিহাদ ওরফে সিয়াম আনারের সিম কার্ড নিয়ে পালিয়ে যায় নেপালে। নিজের মোবাইলে বার কয়েক অ্যাক্টিভও করে। তাই মুজাফফরপুরে আনারের মোবাইল অ্যাকটিভ পাওয়া গিয়েছিল।

সোমবার সেই ঘটনা পুনর্নির্মাণের পাশাপাশি দেহাংশের খোঁজে তল্লাশি চালানো হয়। ফ্ল্যাটের ভেতর থেকে পাওয়া রক্তের নমুনা ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য পাঠানো হচ্ছে কলকাতা সিআইডি’র তরফ থেকে।

/এফএস/এমওএফ/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
সম্পর্কিত
সরকারি কোয়ার্টার থেকে ডিবি পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার গ্রেফতার
ডিবি হেফাজতে ডিআইজি মোল্যা নজরুল
সর্বশেষ খবর
শিবলী রুবাইয়াতের স্ত্রী ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
শিবলী রুবাইয়াতের স্ত্রী ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড
খালেদা জিয়ার নাইকো মামলার রায় ১৯ ফেব্রুয়ারি
খালেদা জিয়ার নাইকো মামলার রায় ১৯ ফেব্রুয়ারি
জাতিসংঘের প্রতিবেদনটি উদ্বেগজনক: ইউনিসেফ বাংলাদেশ
জাতিসংঘের প্রতিবেদনটি উদ্বেগজনক: ইউনিসেফ বাংলাদেশ
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের নতুন দল গঠনে জরিপ: যা লিখছেন সাধারণ মানুষ
শিক্ষার্থীদের নতুন দল গঠনে জরিপ: যা লিখছেন সাধারণ মানুষ
‌‘হেফাজতে ইসলামের আপত্তিতে’ লালন স্মরণোৎসব বন্ধ
‌‘হেফাজতে ইসলামের আপত্তিতে’ লালন স্মরণোৎসব বন্ধ
তোপের মুখে অফিস ছাড়লেন ইউএনও
তোপের মুখে অফিস ছাড়লেন ইউএনও
৩২ নম্বরে বুলডোজারে উঠে স্লোগান দিয়েছি, ছাত্রলীগের প্রথম আক্রোশের শিকার আমি
সংবাদ সম্মেলনে কনটেন্ট ক্রিয়েটর কাফি৩২ নম্বরে বুলডোজারে উঠে স্লোগান দিয়েছি, ছাত্রলীগের প্রথম আক্রোশের শিকার আমি
জাতিসংঘ মিশনে মনোনীত হবেন না র‍্যাব, ডিজিএফআই বা ডিবি সদস্য
জাতিসংঘ মিশনে মনোনীত হবেন না র‍্যাব, ডিজিএফআই বা ডিবি সদস্য