রাজধানীর বংশাল, কতোয়ালি ও সূত্রাপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ব্লক রেড পরিচালনা করেছে ডিএমপির লালবাগ বিভাগ। ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে চালানো এই অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে চালানো এই ব্লক রেডে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, এই ধরনের অপরাধীদের গ্রেফতারের মাধ্যমে এলাকাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয়ভাবে অপরাধ সংঘটিত করে আসছিল। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন ধরে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল।
ডিএমপির লালবাগ বিভাগ সূত্রে জানা গেছে, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে চলমান ব্লক রেডে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের এই বিশেষ অভিযানের লক্ষ্য রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।