চার কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৩ জুন) দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) দাউদ হোসেন চৌধুরীর সই করা এক অফিস আদেশে তাদের পদোন্নতির কথা বলা হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- মো. হেলাল উদ্দিন শরীফ, মো. রফিকুল ইসলাম, মো. ফজলুল হক ও মোহা. নূরুল হুদা। তারা প্রত্যেকে বর্তমানে দুদকের প্রধান কার্যালয়ে উপ-পরিচালক হিসেবে কর্মরত আছেন।
আদেশে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের বর্ণিত কর্মকর্তাদের ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ এর ৫ম গ্রেডে ‘পরিচালক’ পদে পদোন্নতি দেওয়া হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।