X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বদলে যাওয়া খেলার মাঠ (ভিডিও)

শাহেদ শফিক
১৫ নভেম্বর ২০১৯, ১৭:০২আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১৮:৩২

পুরান ঢাকার ঢাকেশ্বরীর শহীদ হাজী আব্দুল আলীম খেলার মাঠ বদলে গেছে পুরান ঢাকার ঢাকেশ্বরীর শহীদ হাজী আব্দুল আলীম খেলার মাঠ। কিছুদিন আগেও পার্কের চারপাশে ঝুপড়ি ঘর, দোকান ও ময়লার স্তূপ ছিল। অবৈধ পার্কিংয়ের কারণে মাঠের অস্তিত্বই বিলীন হচ্ছিল। সেখানে নেশাখোর, বখাটে আর ছিনতাইকারীদের আড্ডাখানা ছিল। বৃষ্টি হলেই ডুবে যেত মাঠ। এখন বদলে গেছে সেই মাঠ। এই মাঠে ঘাস হবে কেউ চিন্তাও করেনি। সবুজ ঘাসে ঢাকা মাঠটি এলাকাবাসীকে আকৃষ্ট করেছে বেশ। 

৮ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ৭৫ কাঠা আয়তনের এ মাঠটির আধুনিকায়ন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ২০১৭ সালের আগস্টে শুরু হওয়া পার্কের উন্নয়ন কাজ এরইমধ্যে শেষ হয়েছে। ডিএসসিসি বলছে, মাঠটি ‘বিশ্বমানের’ হিসেবে তৈরি করা হয়েছে। আগামীকাল শনিবার (১৬ নভেম্বর) উদ্বোধনের মাধ্যমে সর্বসাধারণের জন্য মাঠটি উন্মুক্ত করা হবে।

মাঠের ওয়াকওয়ে সরেজমিনে দেখা গেছে, মাঠের চারদিক সবুজ নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে। ভেতরে সবুজ ঘাসে স্থানীয় তরুণেরা খেলাধুলা করছেন। বাইরের ওয়াকওয়ের পাশে বসার স্থানে সময় কাটাচ্ছেন অনেকে। কেউ বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছেন। মাঠের কোনায় দুই তলাবিশিষ্ট ছোট একটি ঘর রয়েছে। এর নিচতলায় জিম ও লাইব্রেরি এবং ওপরের তলায় কফি হাউস ও একটি উন্মুক্ত ফুলের বাগান রয়েছে। পরিচ্ছন্নতাকর্মীরা মাঠ সাজানোর কাজ করছেন। মাঠের পাশে ঝকঝকে ফুটপাতে হেঁটে যাচ্ছেন মানুষ। পূর্বপাশের মসজিদ সংলগ্ন শিশু কর্নারে শিশুরা দোলনায় বসে দুলছে। কেউ-কেউ ওয়াকওয়ের একপাশে সাইকেল চালাচ্ছে।

ক্যাফেটেরিয়ার বাগান সিটি করপোরেশন জানিয়েছে, ডিএসসিসির ‘জলসবুজে ঢাকা প্রকল্প’ এর আওতায় ৩১ খেলার মাঠ ও পার্ক উন্নয়নের কাজ চলমান রয়েছে। প্রকল্পের আওতায় ঢাকেশ্বরী এলাকায় ৭৫ কাঠা জমির ওপর অবস্থিত এ পার্কটির আধুনিকায়ন করা হয়। ২০১৭ সালে ৮ আগস্ট মাঠের নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

শিশু কর্নার মাঠটিতে ফুটবল এবং নেটে ক্রিকেট খেলার প্র্যাকটিস স্পেস, হাঁটার জন্য ২৫০ মিটার ওয়াকওয়ে, ওয়াকওয়ের পাশে বসার ব্যবস্থা, শিশুদের আধুনিক খেলনা সামগ্রী দিয়ে তৈরি শিশু কর্নার, জিমনেসিয়াম, আধুনিক টয়লেট, ক্যাফেটেরিয়া, লাইব্রেরি, ওয়াটার ফিল্টার, ফ্রি ওয়াইফাই জোন, সিসি ক্যামেরা, ডাস্টবিন, ফলের গাছ, প্রজাপতি আকৃষ্ট হয় এমন ফুলের গাছ রয়েছে। ঈদের নামাজ পড়ার ব্যবস্থাও রাখা হয়েছে। পার্কটির বিশেষত্ব হচ্ছে- অতিবৃষ্টি হলেও এতে পানি জমবে না। পার্কের ওয়াকওয়ের (হাঁটার রাস্তা) নিচে তৈরি করা হয়েছে জলাধার। এতে প্রায় সাড়ে ৫ লাখ টন পানি ধরে রাখা যাবে। ফিল্টারিং করে সেই পানি পান করা যাবে। আর রাতের বেলায় আলোর ঝলকানিতে মোড়ানো থাকবে পুরো মাঠ।

স্থানীয় বাসিন্দা হাজী গিয়াস উদ্দিন বলেন, ‘পার্কটির নতুন চেহারা দেখে খুবই ভালো লাগছে। এটা আমাদের পুরান ঢাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিল। এখানে সবাই নিয়মিত ব্যায়ামসহ খেলাধুলা করতে পারবে।’ কথা হয় কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের সঙ্গে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই মাঠটিতে এক সময় অবৈধ ট্রাকস্ট্যান্ড ছিল। ধোপারা কাপড় শুকাতো, নেশাখোররা আড্ডা দিতো। রাতে তো দূরের কথা, দিনের বেলায়ও সাধারণ মানুষ আসতে পারতো না। এখন একে বিশ্বমানের হিসেবে তৈরি করা হয়েছে।’ শহীদ আব্দুল আলীম খেলার মাঠের সংস্কারকাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৩ (আজিমপুর)। এই মাঠটি ছাড়াও অঞ্চলটিতে আরও ১০টি খেলার মাঠ ও পার্ক রয়েছে। সেগুলোরও উন্নয়ন কাজ চলছে বলে তিনি জানান।

ক্যাফেটেরিয়া ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘‘পুরান ঢাকায় উন্মুক্ত জায়গার অভাব রয়েছে। আমি নির্বাচিত হওয়ার পর ‘জল-সবুজে ঢাকা’ নামে একটি প্রকল্প নিয়েছি। প্রকল্পের মাধ্যমে আমাদের ৩১টি মাঠ ও পার্ক বিশ্বমানের করার জন্য কাজ শুরু করা হয়। এরইমধ্যে অনেক মাঠের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মাঠটিকে বিশ্বমানের করে তৈরি করা হয়েছে। বৃষ্টি হলেও পানি জমবে না।’’ 

 
/ওআর/এনআই/
সম্পর্কিত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
সর্বশেষ খবর
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ