X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ঢাকার প্রবেশপথে তারকাঁটার ব্যারিকেড, কঠোর নজরদারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২০, ১৯:৫০আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২০:২৯

ঢাকার প্রবেশপথে তারকাঁটার ব্যারিকেড (ছবি সাজ্জাদ হোসেন)

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ঢাকার প্রবেশপথগুলোতে তারকাঁটা দিয়ে ব্যারিকেড দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি রাজধানী ঢাকার ভেতরে ও বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে চেকপোস্ট তৈরি করা হয়েছে। এসব স্থানে জরুরি পণ্য পরিবহন ছাড়া অন্যান্য পরিবহন আটকে দেওয়া হচ্ছে। গতকাল সোমবার (৬ এপ্রিল) ও আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার বেশ কয়েকটি প্রবেশপথ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জরুরি সেবা ছাড়া রাজধানীতে সাধারণ মানুষের প্রবেশ ও ত্যাগ বন্ধে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

ঢাকার প্রবেশপথে তারকাঁটার ব্যারিকেড (ছবি সাজ্জাদ হোসেন)

এর আগে গত শুক্র ও শনিবার কিছু কিছু কারখানা চালু হওয়ার খবরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তৈরি পোশাক শ্রমিকসহ হাজার হাজার মানুষের ঢাকামুখী ঢল নামে। পরে সমালোচনার মুখে ১১ এপ্রিল সরকার ঘোষিত সাধারণ ছুটি পর্যন্ত গার্মেন্টস কারখানাগুলো বন্ধ রাখতে মালিকদের প্রতি আহ্বান  জানায় পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। এরপরেই আবার ঢাকায় ফেরা শ্রমিকরা গ্রামের বাড়ির উদ্দেশে ঢাকা ছাড়তে শুরু করেন।

ঢাকার প্রবেশপথে তারকাঁটার ব্যারিকেড (ছবি সাজ্জাদ হোসেন)

এ অবস্থায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা থেকে যাতে কোনও লোক বাইরে যেতে না পারে এবং বাইরে থেকে ঢাকায় প্রবেশ করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

ঢাকার প্রবেশপথে তারকাঁটার ব্যারিকেড (ছবি সাজ্জাদ হোসেন)

এরই পরিপ্রেক্ষিতে গত রোববার (৫ এপ্রিল) থেকে ঢাকার প্রবেশ পথ বাবুবাজার ও ঢাকা-মাওয়া রোডের পোস্তগোলা ব্রিজে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া গাবতলী, কাঁচপুর ব্রিজ ও চট্টগ্রাম রোডের বিভিন্ন স্থানে তারকাঁটা দিয়ে ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে। এসব স্থানে কঠোর নজরদারি রাখা হচ্ছে। কোনও পরিবহন যাতে ঢাকা ছাড়তে না পারে সে বিষয়েও লক্ষ রাখা হচ্ছে। প্রতিটি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। জরুরি সেবা, অ্যাম্বুলেন্স, গণমাধ্যম ও খাদ্যবাহী যান চলাচলে বাধা দেওয়া হচ্ছে না।

ঢাকার প্রবেশপথে তারকাঁটার ব্যারিকেড (ছবি সাজ্জাদ হোসেন)

দায়িত্বপ্রাপ্ত একাধিক পুলিশ সদস্য জানান, করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে ঘরে থাকার জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। আর একারণেই ঢাকা থেকেও কাউকে বের হতে দেওয়া হচ্ছে না এবং ঢাকার বাইরে থেকে কাউকে ঢাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ঢাকার প্রবেশপথে তারকাঁটার ব্যারিকেড (ছবি সাজ্জাদ হোসেন)

 

/এসএস/এমআর/এমএমজে/
সম্পর্কিত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
সর্বশেষ খবর
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ