X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ঢাকার সঙ্গে যোগাযোগ ‘বিচ্ছিন্ন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২১, ১৩:০২আপডেট : ২২ জুন ২০২১, ১৩:০২

করোনাভাইরাসের ভয়াবহ প্রকোপ থেকে রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে আশপাশের সাত জেলা লকডউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) ভোর ৬টা থেকে এ লকডাউন কার্যকর শুরু হয়েছে। ফলে দূরপাল্লার বাস ও লঞ্চ যোগাযোগ বন্ধ রয়েছে। শুধু চলছে ট্রেন।

সকাল থেকে নগরীর সায়েদাবাদ, ফুলবাড়িয়া, গাবতলী ও মহাখালীসহ বাস টার্মিনালগুলোর টিকিট কাউন্টার বন্ধ রয়েছে। অলস সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকরা। তবে এ দিন নারায়ণগঞ্জের সাইনবোড এলাকায় গিয়ে দেখা গেছে, জেলাটি থেকে যেসব বাস ঢাকায় যাতায়াত করে সেসব বাসে করে যাত্রী পারাপার করা হচ্ছে।

গাবতলী এলাকা জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দূরপাল্লার কোনও বাস চলাচল করছে না। করোনা সংক্রমণ ঠেকাতে আমরা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের পরিবহন বন্ধ রেখেছি।’

একই চিত্র সদর ঘাট এলাকার। সকাল থেকে সদরঘাট থেকে দূরপাল্লার কোনও বাস ছেড়ে যায়নি বলে জানিয়েছে লঞ্চ মালিক সমিতি।  সমিতির সচিব সিদ্দিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় বিআইডব্লিউটিএ বলেছিল শুধু যেসব এলাকায় লকডাউন রয়েছে, সেসব এলাকা থেকে কোনও লঞ্চ ছাড়বে না এবং ভিড়বেও না। পাশাপাশি অন্য জেলা থেকে ছেড়ে যাওয়া লঞ্চ ওই এলাকাগুলোতে ভিড়বে না। বাকি জেলাগুলোতে লঞ্চ চলবে। এটা নিয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে বিআইডব্লিউটিএ। কিন্তু মধ্যরাত থেকে বলছে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। এখন কোনও লঞ্চ চলাচল করছে না।’

আব্দুল্লাহপুর এলাকার রাস্তা রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গণমাধ্যম কর্মীদের বলেছেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেন গন্তব্যে যেতে যদি কোনও লকডাউন এলাকা পড়ে সেখানে ট্রেন থামবে না। যাত্রীও উঠাবে না, নামাবে না। লকডাউন এলাকা অতিক্রম করে ট্রেন গন্তব্যে যাবে। একইভাবে অন্যান্য এলাকার জন্যও এই বিধি মেনে ট্রেন চালানো হবে। লকডাউন এলাকার রেলস্টেশনসমূহ বন্ধ থাকবে।’

এর আগে সোমবার রাজধানী ঢাকাকে করোনা মহামারি থেকে বাঁচাতে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত আশপাশের সাত জেলাকে লকডাউন ঘোষণা করে সরকার। লকডাউন ঘোষিত জেলাগুলো হচ্ছে নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ।

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
তীব্র গরমে ক্রেতা সংকট, বন্ধ ফুটপাতের বেশিরভাগ দোকান
মে দিবস: রাজধানীতে জনসভা করবে জাতীয় শ্রমিক লীগ
দূরপাল্লার বাসের জানালার পাশের যাত্রীদের ব্যাগ-মোবাইল ছিনিয়ে পালিয়ে যেত হৃদয়!
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
চ্যাম্পিয়নস লিগ, সেমিফাইনালভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস