X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মধ্যরাতে রণক্ষেত্র রাজধানীর নিউমার্কেট এলাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২২, ০২:৫৮আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৬:২৬

রাজধানীর নিউ মার্কেট এলাকার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সোমবার (১৮ এপ্রিল) মধ্যরাতে নিউ মার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক দফায় টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়া হয়েছে। রাত সাড়ে ১১টার পর সংঘর্ষ শুরু হলেও দফায় দফায় সংঘর্ষ চলে রাত আড়াইটা পর্যন্ত। এ সময় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে বেশ বেগ পেতে হয়।

অভিযোগ পাওয়া যায়, রাত ১১টার দিকে নিউমার্কেটে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী নিউমার্কেটে গেলে সেখানে দোকানদারের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় তাদের মারধর করে ব্যবসায়ীরা। পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাংচুর চালায়। শুরু হয় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া।

দু'পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া চলার সময় বেশ কয়েকজন আহত হয়। এসময় ইটপাটকেলের আঘাতে আহত হয় পুলিশের কয়েক সদস্য। বিভিন্ন দিক থেকে বৃষ্টির মতো ছোড়া হয় ইট-পাটকেল। প্রাথমিকভাবে চন্দ্রিমা মার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে এ ঘটনার সূত্রপাত হলেও পরে আশপাশের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে শিক্ষার্থীরা ঢাকা কলেজের ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেয়। আর ব্যবসায়ীরা রাস্তায় অবস্থান করে।

মধ্যরাতে রণক্ষেত্র রাজধানীর নিউমার্কেট এলাকা

ব্যবসায়ীদের অভিযোগ, একটি দোকানে চটপটি খাওয়ার পর ‘টাকা না দেওয়ার’ কারণে বাগবিতণ্ডার শুরু হয় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর। বাগবিতণ্ডার জেরে হাতহাতি হয়। পরবর্তী সময়ে এ ঘটনা ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এসে হামলা চালায়।

পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের একটি ইস্যু নিয়ে সংঘর্ষ শুরু হয়। ঘটনা জানার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। ঘটনাস্থলে পুলিশ আসার পর দেখা যায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। ইট-পাটকেল লাঠিসোটা নিয়ে সংঘর্ষ চলছে। আমরা আমাদের মতো পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করি। শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে চলে যায় এবং নিউমার্কেটের ব্যবসায়ীরা সড়কে অবস্থান করলেও পরে তারা সড়ক ছেড়ে চলে যায়।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, পুলিশের উপর শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় পুলিশ সদস্যরা আহত হয়েছে। প্রাথমিকভাবে আহতদের সংখ্যা সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি। এ ঘটনা খতিয়ে দেখা হবে। ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছে— ঘটনা তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মামলার প্রয়োজনীয়তা উঠে আসলে মামলা দায়ের করা হবে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আগুনের ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি যদি হয়ে থাকে আর ব্যবসায়ীরা যদি অভিযোগ দায়ের করে তাহলে অবশ্যই এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: কেনাকাটার সময় বাগবিতণ্ডা, ঢাকা নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ

/আরটি/এমএস/ইউএস/
সম্পর্কিত
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী