X
সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২
২০ অগ্রহায়ণ ১৪২৯

রাতে ভক্তদের ভিড় পূজামণ্ডপে

আতিক হাসান শুভ
০৩ অক্টোবর ২০২২, ০০:৫১আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০০:৫১

অপেক্ষার প্রহর শেষ করে দুর্গাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ দুর্গা সপ্তমী। পূজাকে কেন্দ্র করে পুরান ঢাকার চারদিকে বয়ে চলেছে উৎসবের আমেজ। তবে এখনো পুরোপুরি পূজামণ্ডপ তৈরির কাজ শেষ হয়নি। শাঁখারি বাজারসহ পুরান ঢাকার বেশ কয়েকটি জায়গায় এখনো মণ্ডপ তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা।

এদিকে দিনের চেয়ে রাতের বেলায় বেশি সুন্দর, জমজমাট ও উৎসবমুখর পরিবেশে উদযাপন হয় শারদীয় দুর্গাপূজা। রবিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা অব্দি সরেজমিনে পুরান ঢাকার শাঁখারি বাজারের কয়েকটি মণ্ডপ ঘুরে এই দৃশ্য দেখা গেছে। তবে এখনো বেশ কয়েকটি জায়গায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা।

পরিবার নিয়ে শাঁখারি বাজারের একটি মণ্ডপে পূজা করতে আসা নারায়ণ চন্দ্র সেন। তিনি বলেন, দিনের বেলায় নিজের ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকার কারণে পূজামণ্ডপে আসা হয় না। তাই রাতে পরিবারের সবাইকে নিয়ে এসেছি। তা ছাড়া রাতের বেলায় যে লাইটিং ও হরেক রকমের আলোকসজ্জা থাকে, তা দিনের বেলায় থাকে না। এ জন্য রাতের পূজা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে।

রাতে ভক্তদের ভিড় পূজামণ্ডপে

তাঁতী বাজার পূজামণ্ডপে ছেলে-মেয়ে নিয়ে রাতের বেলায় পূজা উদযাপন করতে আসা অনুশ্রী রানী বসু বলেন, দিনের বেলায় ঘরের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করতে হয়। তাই দিনে মণ্ডপ দেখার সুযোগ একেবারে কম‌। আত্মীয়স্বজনরাও দিনে কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাই বেশির ভাগ সময় রাতেই আত্মীয়স্বজনদের বাড়িতে ঘুরতে যাওয়া হয়। তাই পাড়ার সবাই মিলে দল বেঁধে রাতে পূজামণ্ডপে দেবী দুর্গার পূজা করতে প্রসাদ খেতে আসা হয়।

রাতের বেলায় জাঁকজমকপূর্ণ পূজার বিষয়ে পুরান ঢাকার পূজামণ্ডপের অন্যতম আয়োজক সৌদিপ চক্রবর্তী বলেন, পূজার জন্য রাত-দিন দুটোই সমান। তবে কিছু পূজায় রাতের ও পোশাকের বিশেষত্ব আছে। তবে প্রত্যেক পূজায় রাতের বেলা লোকসমাগম অনেক বেশি হয়।

তিনি আরও বলেন, সপ্তমীতে সবাই স্নান করে রাতের বেলায় মা কালরাত্রির পুজো করে। এটা মূলত অসুর বিনাশকারী। এদিন নীল রঙের পোশাক পরলে দেবীর ভালোবাসা পাওয়া যায়।

/এনএআর/
পটুয়াখালীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, আটক ২
পটুয়াখালীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, আটক ২
শিবচরে দাদন চোকদার হত্যা: আরও দুই অভিযুক্ত গ্রেফতার
শিবচরে দাদন চোকদার হত্যা: আরও দুই অভিযুক্ত গ্রেফতার
সেনেগালকে গুঁড়িয়ে শেষ আটে ইংল্যান্ড
সেনেগালকে গুঁড়িয়ে শেষ আটে ইংল্যান্ড
জবিতে ৪ সাংবাদিকের ওপর ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে হামলার অভিযোগ
জবিতে ৪ সাংবাদিকের ওপর ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে হামলার অভিযোগ
সর্বাধিক পঠিত
১১ মাসে নাগরিকত্ব ছাড়লেন ৪০১ বাংলাদেশি
১১ মাসে নাগরিকত্ব ছাড়লেন ৪০১ বাংলাদেশি
আজ অব্দি শাকিব খানের কাছ থেকে আর্থিক সহায়তা নিইনি: বুবলী
আজ অব্দি শাকিব খানের কাছ থেকে আর্থিক সহায়তা নিইনি: বুবলী
হাসপাতালে কী হয়েছিল মাইশার সঙ্গে?
আঙুলের অপারেশন করতে গিয়ে মৃত্যুহাসপাতালে কী হয়েছিল মাইশার সঙ্গে?
‘ঘটনার পেছনের ঘটনা’ জেনে ফারিণের দুঃখপ্রকাশ
‘ঘটনার পেছনের ঘটনা’ জেনে ফারিণের দুঃখপ্রকাশ
শাকিব-অপুর সংসার নিয়ে মুখ খুললেন বুবলী (ভিডিও)
শাকিব-অপুর সংসার নিয়ে মুখ খুললেন বুবলী (ভিডিও)