X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রাতে ভক্তদের ভিড় পূজামণ্ডপে

আতিক হাসান শুভ
০৩ অক্টোবর ২০২২, ০০:৫১আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০০:৫১

অপেক্ষার প্রহর শেষ করে দুর্গাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ দুর্গা সপ্তমী। পূজাকে কেন্দ্র করে পুরান ঢাকার চারদিকে বয়ে চলেছে উৎসবের আমেজ। তবে এখনো পুরোপুরি পূজামণ্ডপ তৈরির কাজ শেষ হয়নি। শাঁখারি বাজারসহ পুরান ঢাকার বেশ কয়েকটি জায়গায় এখনো মণ্ডপ তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা।

এদিকে দিনের চেয়ে রাতের বেলায় বেশি সুন্দর, জমজমাট ও উৎসবমুখর পরিবেশে উদযাপন হয় শারদীয় দুর্গাপূজা। রবিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা অব্দি সরেজমিনে পুরান ঢাকার শাঁখারি বাজারের কয়েকটি মণ্ডপ ঘুরে এই দৃশ্য দেখা গেছে। তবে এখনো বেশ কয়েকটি জায়গায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা।

পরিবার নিয়ে শাঁখারি বাজারের একটি মণ্ডপে পূজা করতে আসা নারায়ণ চন্দ্র সেন। তিনি বলেন, দিনের বেলায় নিজের ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকার কারণে পূজামণ্ডপে আসা হয় না। তাই রাতে পরিবারের সবাইকে নিয়ে এসেছি। তা ছাড়া রাতের বেলায় যে লাইটিং ও হরেক রকমের আলোকসজ্জা থাকে, তা দিনের বেলায় থাকে না। এ জন্য রাতের পূজা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে।

রাতে ভক্তদের ভিড় পূজামণ্ডপে

তাঁতী বাজার পূজামণ্ডপে ছেলে-মেয়ে নিয়ে রাতের বেলায় পূজা উদযাপন করতে আসা অনুশ্রী রানী বসু বলেন, দিনের বেলায় ঘরের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করতে হয়। তাই দিনে মণ্ডপ দেখার সুযোগ একেবারে কম‌। আত্মীয়স্বজনরাও দিনে কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাই বেশির ভাগ সময় রাতেই আত্মীয়স্বজনদের বাড়িতে ঘুরতে যাওয়া হয়। তাই পাড়ার সবাই মিলে দল বেঁধে রাতে পূজামণ্ডপে দেবী দুর্গার পূজা করতে প্রসাদ খেতে আসা হয়।

রাতের বেলায় জাঁকজমকপূর্ণ পূজার বিষয়ে পুরান ঢাকার পূজামণ্ডপের অন্যতম আয়োজক সৌদিপ চক্রবর্তী বলেন, পূজার জন্য রাত-দিন দুটোই সমান। তবে কিছু পূজায় রাতের ও পোশাকের বিশেষত্ব আছে। তবে প্রত্যেক পূজায় রাতের বেলা লোকসমাগম অনেক বেশি হয়।

তিনি আরও বলেন, সপ্তমীতে সবাই স্নান করে রাতের বেলায় মা কালরাত্রির পুজো করে। এটা মূলত অসুর বিনাশকারী। এদিন নীল রঙের পোশাক পরলে দেবীর ভালোবাসা পাওয়া যায়।

/এনএআর/
সম্পর্কিত
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী