X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে রাজধানীতে আনন্দ র‌্যালি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২২, ১৯:৪০আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ২০:১১

রাত পোহালেই মরুর বুকে পর্দা উঠবে বিশ্বকাপ ফুটবলের। কয়েক হাজার মাইল দূরে বিশ্বকাপের আয়োজন হলেও সেই ঢেউ এসে পড়েছে বাংলাদেশে। বাসা কী অফিস, বন্ধু-বান্ধবী, স্বামী বা স্ত্রী– সবাই সাপোর্ট করা দলের পক্ষে ফুলঝুরি ফোটাচ্ছেন।

গ্রামে-গঞ্জে, চায়ের কাপ থেকে হোটেল– সর্বত্র বিশ্বকাপের আলোচনায় মুখর। এছাড়া ঢাকা শহরের আকাশেও এখন শোভা পাচ্ছে বিভিন্ন দেশের পতাকা। এছাড়া অনেকে নিজের গাড়ির সামনেও রাখছেন সমর্থন করা দেশের পতাকা।

ব্রাজিলের পতাকা হাতে সমার্থকরা

বিশ্বকাপ ফুটবল-২০২২ উপলক্ষে মুগদা ও খিলগাঁও থানার ফুটবল সমর্থকদের উদ্যোগে শনিবার (১৯ নভেম্বর) বিকালে রাজধানীর মুগদা থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালীর নেতৃত্বে ছিলেন লন্ডন প্রবাসী আর্জেন্টিনা দলের সাপোর্টার সাইদুর রহমান (রাসেল)।

পরে র‌্যালিটি কমলাপুর হয়ে আরামবাগ নটর ডেম কলেজের সামনে দিয়ে মতিঝিল শাপলা চত্বর, দিলকুশা বগ চত্বর, গুলিস্তান রাসেল স্কার, জিরো পয়েন্ট, পল্টন মোড়, প্রেস ক্লাবের সামনে দিয়ে ঘুরে দৈনিক বাংলা মোড় হয়ে আরামবাগ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সামনে এসে শেষ হয়।

আর্জেন্টিনা দলের সমার্থকরা

যুব সমাজের উদ্যোগে বিশ্বকাপ ফুটবল মাঠে গড়ানোর আগে সব দলের সাপোর্টারদের নিয়ে একটি আনন্দ র‌্যালি বের করেন তারা। এতে প্রথমে ৩৫-৪০টি মোটরসাইকেল, পরে ব্যানারসহ একটি ব্যান্ড দল অংশ নেয়। বড় একটি বাংলাদেশি পতাকা, আর্জেন্টিনার পতাকা ও ব্রাজিলের পতাকা চারপাশ থেকে টেনে ধরেন সমার্থকরা। শেষে তিনটি টমটম (ঘোড়ার গাড়ি) দিয়ে সাজানো র‌্যালিটি।

এ সময় দেখা যায়, র‌্যালিতে অংশ নেওয়া সবার গায়েই সাদা টি-শার্ট এবং হাতে সাপোর্ট করা দলের ছোট-বড় পতাকা। ৩৫ দলের পতাকা নিয়ে নিজ নিজ দলের সাপোর্টাররা র‌্যালিতে অংশ নেন। এছাড়া  তাদের হাতে ছিল আর্জেন্টাইন তারকা মেসি, ব্রাজিলিয়ান তারকা নেইমার ও পর্তুগাল তারকা রোনালদোর ছবি সংবলিত প্লেকার্ড।

ঢাকার বাইরে আর্জেন্টিনা দলের সাপোর্টার ও ব্রাজিলের সাপোর্টারদের বিভিন্ন জায়গায় শোডাউন করতে দেখা গেলেও ঢাকা শহরে সব ধরনের সব দলের অংশগ্রহণে এক ভিন্ন ধর্মী শোডাউন দেখা গেলো। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাশুলোতেও চলছে বিশ্বকাপের উন্মাদনা।

র‌্যালির আয়োজনে আরও ছিলেন– সাইদুর রহমান, সাইফুল ইসলাম, রিয়াদ, আল আমিন অপু, লিবাট, হাবিব, আল আমিন, সাব্বির, রেজওয়ান ও আলিফ।

/এএইচ/আরকে/
সম্পর্কিত
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা