X
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
১৪ চৈত্র ১৪২৯
যৌথ অভিযান

রাজধানীতে রুট পারমিটবিহীন ৩ বাস জব্দ, ১০টিকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৫

রাজধানীতে রুট পারমিটের মেয়াদ উত্তীর্ণ, অতিরিক্ত ভাড়া আদায়, রুট ভায়োলেশন এবং সিট সংখ্যা বেশি থাকার অভিযোগে একসঙ্গে তিন সংস্থা অভিযান শুরু করেছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) ছিল এই অভিযানের প্রথম দিন। এতে পারমিটবিহীন তিনটি বাস জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন কোম্পানির আরও ১০টি বাসকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানীর তিনটি স্পটে যৌথ অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পুলিশের সার্বিক সহযোগিতায় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান ও বিআরটিএ’র আদালত-৫-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে শাহবাগ ও মাতুয়াইল মেডিক্যাল সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালান।

অভিযানে ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাস, রাফসান পরিবহনের একটি এবং অনাবিল পরিবহনের একটি গাড়ি জব্দ করে ডাম্পিংয়ের জন্য পাঠানো হয়। এছাড়াও রুট পারমিটের মেয়াদ উত্তীর্ণ, অতিরিক্ত ভাড়া আদায়, রুট ভায়োলেশন, সিট সংখ্যা বেশি থাকায় অভিযানে বসুমতি, শিকড়, শুভযাত্রা, ট্রান্স সিলভা, আল বারাকা, দিশারী, মেঘলা, বাহন, শৌমিতা ও সাভার পরিবহনের ১০টি বাসের বিরুদ্ধে ১০ মামলায় ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সবুজবাগ ৫ নম্বর ওয়ার্ডের বৌদ্ধ মন্দির এলাকায় ব্যাটারি চালিত অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভিযানে ৯টি রিকশা আটক করা হয়। পরে সেসব রিকশা মাতুয়াইল ল্যান্ডফিলে নিয়ে যাওয়া হয়। এছাড়া দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করেন।

এতে ধানমন্ডি সোসাইটি কর্তৃক ফুটপাত ও মূল রাস্তায় ব্যারিকেড দেওয়া এবং রাত ১২টার পর বিভিন্ন রাস্তা বন্ধ করে দিতে ব্যবহার হওয়া সব প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। পরে ডিএসসিসি সম্পত্তি কর্মকর্তা নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত নিউ মার্কেট (মেইন), নিউ সুপার মার্কেট, বনলতা মার্কেট, নিউ সুপার মার্কেট (উত্তর) ও চন্দ্রিমা মার্কেটে মাইকিং করে ফুটপাত ও প্যাসেজে কোনও ধরনের দোকান না বসানোর জন্য সতর্ক করেন।

যৌথ অভিযান প্রসঙ্গে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান বলেন, ‘রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে আজকের যৌথ অভিযানে তিনটি বাস জব্দ ও ডাম্পিং করা হয়েছে। পাশাপাশি সড়ক পরিবহন আইন-২০১৮-এর ব্যত্যয় হওয়ায় ১০টি বাসের বিরুদ্ধে ১০টি মামলা এবং ৩৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অভিযান চলমান থাকবে।’

 

 

/এএইচ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
রাজধানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা মেডিক্যালের ফুটপাতে থেকে মরদেহ উদ্ধার
ঢামেকে সিসি ক্যামেরা লাগানোর পর যন্ত্রাংশ চুরির অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে
সর্বশেষ খবর
জনবল-সরঞ্জাম সংকটে ভুগছে নীলফামারীর ৮ ফায়ার স্টেশন
জনবল-সরঞ্জাম সংকটে ভুগছে নীলফামারীর ৮ ফায়ার স্টেশন
টিভিতে আজকের খেলা (২৮ মার্চ, ২০২৩)
টিভিতে আজকের খেলা (২৮ মার্চ, ২০২৩)
‘সাদা কাপড়ে জড়িয়ে গেলে, ভালোবাসার মানুষের অভাব হয় না’
‘সাদা কাপড়ে জড়িয়ে গেলে, ভালোবাসার মানুষের অভাব হয় না’
আয়ারল্যান্ডকে হারাতে ঘাম ছুটলো ফ্রান্সের
আয়ারল্যান্ডকে হারাতে ঘাম ছুটলো ফ্রান্সের
সর্বাধিক পঠিত
‘ব্রয়লারের দাম ১৯০ টাকা ঘোষণা দিয়ে ১৬০ টাকা কীভাবে হলো গোয়েন্দা সংস্থা দেখছে’
‘ব্রয়লারের দাম ১৯০ টাকা ঘোষণা দিয়ে ১৬০ টাকা কীভাবে হলো গোয়েন্দা সংস্থা দেখছে’
চ্যাটিং অ্যাপ থেকে ব্ল্যাকমেইলিংয়ের শিকার স্থপতি ইমতিয়াজ!
চ্যাটিং অ্যাপ থেকে ব্ল্যাকমেইলিংয়ের শিকার স্থপতি ইমতিয়াজ!
‘বিরল ভাষণে’ যে হুঁশিয়ারি দিলেন মিয়ানমার সেনাপ্রধান
‘বিরল ভাষণে’ যে হুঁশিয়ারি দিলেন মিয়ানমার সেনাপ্রধান
হুইপকে নিয়ে ফেসবুকে পোস্ট: বরখাস্ত পুলিশ কর্মকর্তার ৫ লাখ টাকা জরিমানা
হুইপকে নিয়ে ফেসবুকে পোস্ট: বরখাস্ত পুলিশ কর্মকর্তার ৫ লাখ টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর নির্দেশে সংশোধন হচ্ছে মোটরসাইকেল নীতিমালা
প্রধানমন্ত্রীর নির্দেশে সংশোধন হচ্ছে মোটরসাইকেল নীতিমালা