X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
তেজকুনিপাড়া বস্তিতে আগুন

‘তালাবদ্ধ কক্ষ থেকে আগুনের সূত্রপাত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৩, ০১:১৫আপডেট : ১৪ মার্চ ২০২৩, ০৪:১৭

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়া এলাকার রোলিং মিল বস্তিতে আগুনের ঘটনায় অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। আশপাশে থেকে পানির ব্যবস্থা করতে না পারা ও চিপা গলির কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়ি ঢুকতে সমস্যা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, এই বস্তিতে চারতলা পর্যন্ত বাঁশ, কাঠ ও টিনের ঘর হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কিছু তালাবদ্ধ ঘরের গ্যাস বা বৈদ্যুতিক লাইন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংস্থাটি।

আগুন নিয়ন্ত্রণে নেওয়ার পর সোমবার (১৩ মার্চ) রাত ১০টায় তাৎক্ষণিক এক স্পট ব্রিফিংয়ে এসব কথা জানান ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী‌। 

তিনি বলেন, ‘বস্তির ঘরের কিছু কিছু রুম আটকানো ছিল। আমরা জানতে পেরেছি এসব তালাবদ্ধ রুম থেকে আগুনের সূত্রপাত। তবে গ্যাসের চুলা থেকে নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা এটা তদন্ত করে দেখবো।’

‘আমরা প্রায় দুই ঘণ্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর আমরা পাইনি,’ বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, ‘এখানে একেকটি রুমে একেকটি পরিবার থাকে। এমন প্রায় ৫০টি রুম পুড়েছে৷ বাসার হিসাব করলে আনুমানিক ১১টি বাসা পুড়েছে। এই রুমগুলো টিনের এবং কাঠের তৈরি হওয়ায় আগুন দ্রুত বিস্তার করেছে।’

পরিচালক বলেন, ‘এই অঞ্চলটিতে আমাদের গাড়ি নিয়ে পৌঁছাতে সময় লেগেছে। তবে আশপাশের ফুড কোম্পানিসহ বেশ কিছু কোম্পানি আছে। আগুনের ঘটনায় এসবের কোনও ক্ষতি হয়নি।’

/এএইচ/এনএআর/
সম্পর্কিত
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বশেষ খবর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি