X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সুপ্রিম কোর্ট বারের ভোট সম্পন্ন, গণনা শুক্রবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২১, ২০:১৮আপডেট : ১১ মার্চ ২০২১, ২০:১৮

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) কার্যনির্বাহী কমিটির (২০২১-২০২২) দুই দিনব্যাপী নির্বাচনে বৃহস্পতিবার (১১ মার্চ) শেষ দিনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

দ্বিতীয় দিনে মোট ৭ হাজার ১২২ জন ভোটারের মধ্যে ২ হাজার ৮৫৩ জন তাদের ভোটাধিকার নিশ্চিত করেছেন। আর প্রথম দিন ভোট দিয়েছেন ২ হাজার ৮২৩ জন। অর্থাৎ দুদিনে মোট ৫ হাজার ৬৭৬ জন ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার অনিক আর হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামীকাল শুক্রবার সকাল থেকে ভোট গণনা শুরু হবে।’

সমিতির একটি সভাপতি, দুটি সহ-সভাপতি, একটি সম্পাদক, একটি কোষাধ্যক্ষ, দুটি সহ-সম্পাদক ও সাতটি সদস্য পদে ভোট গ্রহণ করা হয়। নির্বাচন পরিচালনার জন্য গঠিত উপকমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক বিচারপতি এ এফ এম আবদুর রহমান।

কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে এবারের নির্বাচনে মোট প্রার্থী হয়েছেন ৫১ জন।  

সাদা প্যানেলের (আওয়ামী লীগ সমর্থিত) প্রার্থীরা হলেন— সভাপতি পদে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সহ-সভাপতি পদে মুহাম্মদ শফিক উল্ল্যা ও মো. আলী আজম, সম্পাদক পদে আবদুল আলীম মিয়া, সহ-সম্পাদক সাফায়েত সুলতানা রুমি ও নুরে আলম উজ্জ্বল, কোষাধ্যক্ষ মো. ইকবাল করিম। আর ৭ জন সদস্য পদে প্রার্থীরা হলেন— মিন্টু কুমার মন্ডল, মুনতাসীর উদ্দিন আহমেদ, মো. সানোয়ার হোসেন, এবিএম শিবলী সালেকীন, মো. সিরাজুল হক, মহিউদ্দিন আহমেদ, মাহফুজুর রহমান রোমান।

নীল প্যানেলের (বিএনপি-জামায়াত সমর্থিত) প্রার্থীরা হলেন— সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, সহ-সভাপতি পদে জয়নাল আবেদীন তুহিন ও জালাল আহমেদ, সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সহ-সম্পাদক মাহমুদ হাসান ও রাশিদা আলম ঐশী, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহবুব। সদস্য পদের প্রার্থী হয়েছেন— মনজুরুল আলম সুজন, শফিকুল ইসলাম শফিক, গোলাম মোহাম্মদ জাকির, পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব, নিয়াজ মুহাম্মদ মাহবুব ও ইফতেখার আহমেদ।

বিএনপির ‘বিদ্রোহী’ প্যানেলের প্রার্থীরা হলেন— সহ-সভাপতি পদে নাহিদ সুলতানা ও সাবিনা ইয়াসমিন লিপি, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন খান সম্রাট, সহ-সম্পাদক জুলফিকার আলী জুনু ও মো. সুলতান মাহমুদ প্রার্থী হয়েছেন। আর সদস্য পদের প্রার্থীরা হলেন— শাফিউর রহমান শাফি, মো. মুনির হোসেন, একেএম মুক্তার হোসেন, মহিত উদ্দিন জুবায়ের, আকবর হোসেন, ওয়ালিউর রহমান শুভ ও নাজমুল হাসান।

লাল প্যানেলের (বাম সমর্থক) প্রার্থীরা হলেন— সভাপতি পদে কেএম জাবির, সহ-সভাপতি পদে নজরুল ইসলাম, সম্পাদক পদে গিয়াস উদ্দিন চৌধুরী,সহ-সম্পাদক পদে মো. সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. বদিউজ্জামান তপাদার প্রার্থী হয়েছে। আর সদস্য পদে প্রার্থী হয়েছেন- শহিদুল হক, এসকেএম আনিসুর রহমান খান ও জহিরুল আলম বাবর।

এছাড়াও রাজনৈতিক পরিচিতির বাইরে সভাপতি পদে অ্যাডভোকেট মো. ইউনুস আলী আকন্দ প্রার্থী হয়েছেন।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা