X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ এখন লাভজনক ব্যবসা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২২, ১৮:১২আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৮:১২

হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ এখন লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। তিনি বলেন, ‘কৃষকদের স্বার্থে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা দেয়। কিন্তু কাজ বাস্তবায়ন যাদের দায়িত্ব তারা নিজেদের স্বার্থই বড় করে দেখেন।’

শনিবার (২৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাঁচাও হাওর-বাঁচাও দেশ’ ও ‘বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি’র যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ন্যাপ মহাসচিব আরও বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় প্রভাবশালীরা মিলে হাওরে বাঁধ সিন্ডিকেট গড়ে তুলেছে। যে কারণে কাজে দুর্নীতি-অনিয়ম হচ্ছে। বাঁধের নামে অপচয় ও লুটপাট হয়। এতে কপাল পোড়ে কৃষকের।’

তিনি বলেন, ‘হাওরের সমস্যা সমাধানে সরকারের বরাদ্দের অধিকাংশই দুর্নীতিবাজদের পেটে চলে যাওয়ায় বাঁধ নির্মাণ যেমন যথাযথভাবে হয় না, তেমনি রক্ষণাবেক্ষণ ও তদারকিও ঠিকমতো হয় না। এখন পাহাড়ি ঢল আসায় দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে দায় এড়াতে চাচ্ছে।’

সভাপতির বক্তব্যে এনামুজ্জামান চৌধুরী বলেন, ‘হাওরে ফসল রক্ষা বাঁধের নামে সরকারি টাকা লুটপাট হচ্ছে। সরকার কৃষকদের প্রতি আন্তরিক। এ কারণেই প্রতি বছর হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে শত কোটি টাকা বরাদ্দ দেয়। কিন্তু যারা বাস্তবায়নে যুক্ত তারা সরকারি টাকা লুটের নতুন সেক্টর হিসেবে হাওরকে ব্যবসা বানিয়ে ছেড়েছেন।’

সংগঠনের আহ্বায়ক ও জাসদ উপদেষ্টা এনামুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে প্রধান অতিথি বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের যুগ্ম সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রমুখ।

/এসটিএস/এফএ/
সম্পর্কিত
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
মধুমতি ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা