X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

উচ্চ শব্দে হর্ন বাজানোর অভিযোগে ১২ জনের জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২২, ১৭:৫৩আপডেট : ১৮ মে ২০২২, ১৭:৫৯

উচ্চ শব্দে হর্ন বাজানো থেকে বিরত থাকার জন্য বিভিন্ন ধরনের যানবাহনের চালকদের সতর্ক করার পাশাপাশি ১২ জনকে ১০ হাজার টাকা জরিমানা এবং ১৫ জনকে সতর্ক করা হয়েছে।

শব্দদূষণ রোধে অভিযান, ছবি: সাজ্জাদ হোসেন বুধবার (১৮ মে) গুলশান-২ নম্বর গোলচত্বর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে ক্যাম্পেইন এবং মোবাইল কোর্ট পরিচালনার সময় এই জরিমানা করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরির্তন মন্ত্রণালয়ের আওতাধীন পরিবেশ অধিদফতর পরিচালিত ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশিদারিত্বমূলক প্রকল্প’ এর তত্ত্বাবধানে শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুদিন গুলশানে এই ক্যাম্পেইন এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

শব্দদূষণ রোধে প্রচারণা, ছবি: সাজ্জাদ হোসেন পরিবেশ অধিদফতর জানায়, শব্দদূষণের ফলে সাধারণ মানুষের জীবনের ওপর নানা ধরনের ক্ষতিকারক প্রভাব রয়েছে। সেগুলো সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি,  সাধারণ কমিউনিটিকে উদ্বুদ্ধ করার মাধ্যমে সামাজিক আন্দোলন তৈরি করাই হলো এই ক্যাম্পেইন ও মোবাইল কোর্টের মূল উদ্দেশ্য।

শব্দদূষণ নিয়ে প্রতিবাদ, ছবি: সাজ্জাদ হোসেন পরিবেশ অধিদফতরের পরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা শাখা) ও প্রকল্প পরিচালক সৈয়দা মাসুমা খান জানান, আজকের এই ক্যাম্পেইন এবং মোবাইল কোর্ট পরিচালনার সময় যাতায়াতরত যানবাহনের চালক, যাত্রী ও পথচারীসহ ওই এলাকার জনসাধারণকে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ অধিদফতরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখার পক্ষ থেকে উচ্চ শব্দের হর্ন বাজানো থেকে বিরত থাকার জন্য যানবাহনের চালকদের সতর্ক করার পাশাপাশি ১২ জনকে ১০ হাজার টাকা জরিমানা এবং ১৫ জনকে সতর্ক করা হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণে রাজধানীতে প্রচারাভিযান, ছবি: সাজ্জাদ হোসেন এর আগের দিন অর্থাৎ সোমবার গুলশান ১ নম্বর গোলচত্বরের অভিযানে ১১ জনকে ৭ হাজার ৪০০ টাকা জরিমানা এবং  ৩০ জনকে সতর্ক করার পাশাপাশি শব্দদূষণ সৃষ্টিকারী উচ্চ শব্দের ৮টি অবৈধ হর্ন খুলে নেয় পরিবেশ অধিদফতর।

                                                      

                                                   

/এসএনএস/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়