X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিকালেই নেমেছে রাত, অঝোরে বইছে বৃষ্টি

সঞ্চিতা সীতু 
২৪ অক্টোবর ২০২২, ১৮:০৪আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৮:০৪

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রায় সারাদেশেই বৃষ্টি হচ্ছে, কোথাও মাঝারি আবার কোথাও ভারী। উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে এই ঝড় উপকূল অতিক্রম করতে পারে। এরপর দুপুর পর্যন্ত  বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিকে ভারী বৃষ্টির কারণে বিকালেই যেনো রাত নেমেছে রাজধানীতে। এতে করে ঘরের বাইরে থাকা মানুষেরা পড়েছেন  ভোগান্তিতে।

রাজধানীতে ঝড়ের প্রভাবে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। প্রথম দিকে হালকা বৃষ্টি হলেও দুপুরের পর তা ভারী বৃষ্টিতে পরিণত হ। এমনিতে আজ সারাদিন সূর্যের দেখা মেলেনি। এরপর আকাশ কালো হয়ে যাওয়ায় বিকালেই রাতের আমেজ নেমে আসে শহরজুড়ে।

বিকালেই নেমেছে রাত, অঝোরে বইছে বৃষ্টি

সকালে অফিসগামী মানুষেরা, স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরাসহ সাধারণ মানুষ যেমন বিপদে পড়ে, বিকালে অবস্থা আরও ভয়াবহ হয়। ভারী বৃষ্টির কারণে যানজটে নাকাল হয় রাজধানীবাসী৷ একদিকে যানবাহন সংকট, অপরদিকে অলিগলি এমনকি অনেক বড় রাস্তায় পানি জমে ভোগান্তি আরও বাড়িয়ে তুলেছে।

বিদ্যুৎ ভবন থেকে বের হওয়া একজন কর্মকর্তা জানান, একদিকে বৃষ্টি অপরদিকে যানজটে নাকাল হয়েছি সকালেও। এখন বাসায় যে কখন ফিরতে পারবো, নিশ্চিত নই।

অনেক শিক্ষার্থী জানান, ছুটির পর যানবাহন পেতে যেমন কষ্ট হয়েছে, তেমনই যানজট আর রাস্তায় জমে থাকা পানির কারণে ভোগান্তিতে পড়েছেন তারা, ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকতে হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, আবহাওয়া অধিদফতর জানায়, আজ  সর্বোচ্চ বৃষ্টি হয়েছে খেপুপাড়ায় ১৩২ মিলিমটার। এছাড়া ঢাকায় ৩৫, মাদারীপুরে ৮৬, চাঁদপুরে ৬১, হাতিয়ায় ৪৮, খুলনায় ৬৫, মোংলায় ৬০, বরিশালে ৬৭, পটুয়াখালীতে ৮৩ এবং ভোলায় ৫৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর বাইরে রংপুর ও রাজশাহী ছাড়া দেশের বেশিরভাগ অঞ্চলেই কমবেশি বৃষ্টি হচ্ছে।

বিকালেই নেমেছে রাত, অঝোরে বইছে বৃষ্টি আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ‘ঝড় উপকূল অতিক্রম করার পর আগামীকাল দুপুর পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে৷ এরপর পরিমাণ কমে আসতে পারে।’ তিনি বলেন, ‘যেহেতু খেপুপাড়া দিয়েই সিত্রাং উপকূল অতিক্রম করতে পারে, তার গতি এখনও পর্যন্ত সেদিকেই, তাই খেপুপাড়ায় বেশি বৃষ্টি  হচ্ছে।’

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারীবর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

/এপিএইচ/
সম্পর্কিত
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
চৈত্রের শিলাবৃষ্টি কৃষিতে কী প্রভাব ফেলছে
দেশের সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত নিকলীতে
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’