X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নৌপথ সংরক্ষণে দায়িত্বশীলদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২২, ১৯:১৪আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৯:১৪

নৌপথ সংরক্ষণে দায়িত্বশীলদের জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং নদী উন্নয়ন পরিকল্পনায় এবং বাস্তবায়নে নদীপাড়ের জনগণকে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি দখল করা নদীগুলো পুনরুদ্ধার করতে হবে।

বুধবার (১৬ নভেম্বর) নদীদূষণ রোধে সচেতনতা বৃদ্ধিতে ‘যোগাযোগ ব্যবস্থায় নদী’ শিরোনামে ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়ামের আয়োজনে নদীকথন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বালু নদীর তীরবর্তী ইটাখোলা এলাকায় এই নদীকথনটির আয়োজন করা হয়। নদীকথনে যোগাযোগ ব্যবস্থায় নদীর গুরুত্ব বিবেচনায় সরকারসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে যোগাযোগ মাধ্যম হিসাবে নদীকে পুনরুদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়ামের প্রধান শরীফ জামিলের সঞ্চালনায় অনুষ্ঠিত নদীকথনে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাইদ রানা, নোঙর বাংলাদেশের সভাপতি সুমন শামস, সুন্দরবন ও উপকূল রক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র এবং বারোগ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি মো. সুরুজ মিয়া। এছাড়াও নদীদূষণ রোধে কাজ করেন এরকম স্থানীয় কমিউনিটিভিত্তিক সংগঠনগুলোর প্রতিনিধিরা অনুষ্ঠানটিতে অংশ নেন।

শরীফ জামিল বলেন, আদিকাল থেকেই মূল যোগাযোগ ব্যবস্থা ছিল নৌপথ। তাই নৌপথকে গুরুত্ব দেওয়ার সময় এসেছে। এইজন্য দায়িত্বশীলদের জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং নদী উন্নয়ন পরিকল্পনায় এবং বাস্তবায়নে নদীপাড়ের জনগণকে সম্পৃক্ত করতে হবে।

ইবনুল সাইদ রানা বলেন, বড় নৌযানগুলো আর এখন দেখা যায় না কারণ নদীর নাব্যতা কমে গেছে। তাছাড়াও দখল আর দূষণের জন্য নদী তার স্বাভাবিক গতি হারিয়েছে এবং দূষিত পানিতে পরিণত হয়েছে।

সুমন শামস বলেন, আমাদের দেশের নৌপথগুলো হারিয়ে যাচ্ছে। নড়াই নদী যা ঢাকার ভেতর দিয়ে প্রবাহিত, বেগুনবাড়ি খাল নাম দিয়ে নদীটিকে হত্যা করা হয়েছে। এই নদীর পুনরুদ্ধারের দাবি করছি।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
মেঘনায় পর্যটকবাহী ট্রলারডুবিতে ৮ জন নিখোঁজ
অপসারণ করা হলো বালু বিক্রির জন্য নদীর ওপর নির্মিত রাস্তা
বুড়িগঙ্গাসহ দেশের সব নদী দখল-দূষণমুক্ত করার আহ্বান
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’