X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
সাক্ষাৎকারে ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার

‘এবার কেউ ছাদে উঠতে পারছেন না’

রিয়াদ তালুকদার
৩০ এপ্রিল ২০২২, ২২:০০আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ২২:০০

এবার ঈদে ট্রেনে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করতে নিরলস কাজ করে যাচ্ছে রেলওয়ে পুলিশ। স্টেশনগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্য। অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারী প্রতিরোধে রাখা হচ্ছে নজরদারি। শনিবার (৩০ এপ্রিল) বাংলা ট্রিবিউনের সঙ্গে একান্ত আলাপে এসব জানিয়েছেন ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।

 

বাংলা ট্রিবিউন: স্টেশনগুলোতে কী ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে?

সাইফুল্লাহ আল মামুন: রেলওয়ে পুলিশের সদস্য বাড়ানো হয়েছে। ট্রেনের ভেতর অপতৎপরতা ঠেকাতে বিভিন্ন বগিতে নিয়োজিত রয়েছে রেলওয়ে পুলিশের সদস্যরা। বগির বাইরে সাদা পোশাকেও থাকবেন অনেকে। রাজধানীবাসী যেন স্বস্তি নিয়ে নিরাপদে বাড়ি যেতে পারেন সে জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।

 

বাংলা ট্রিবিউন: চলন্ত ট্রেনে অপরাধ নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

সাইফুল্লাহ আল মামুন: কমলাপুর রেলস্টেশন ছাড়াও বাকিসব স্টেশনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে। কোনও যাত্রী যাতে ভ্রমণকালীন অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখে না পড়েন সে জন্য আমরা তৎপর।

ট্রেনের ভেতর নারী-শিশুদের যাতে হয়রানির শিকার না হতে হয় সে ব্যবস্থাও নেওয়া হয়েছে। স্টেশনগুলোতে যাতে পকেটমার বা সন্দেহভাজন কেউ ঘোরাঘুরি না করে সেদিকে রেলওয়ে পুলিশ তৎপর। তাদের নজরদারির কারণেই এখন পর্যন্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়নি।

 

বাংলা ট্রিবিউন: প্ল্যাটফর্মগুলোতে যাত্রী সহায়তায় কী ধরনের তৎপরতা আছে?

সাইফুল্লাহ আল মামুন: প্ল্যাটফর্মের বিভিন্ন এলসিডি মনিটরে ছেড়ে যাওয়া ট্রেনের তথ্য থাকে। কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন আছে সে সম্পর্কেও বিস্তারিত উল্লেখ থাকে। অনেকেই বিষয়গুলো নিয়ে দ্বিধায় পড়ে যান। এ কারণে কমলাপুর স্টেশনে রেলওয়ে পুলিশের একটি সহায়তা বুথ করা হয়েছে। তাতে যাত্রা সংশ্লিষ্ট যেকোনও সমস্যা বা তথ্য জানা যাবে।

 

বাংলা ট্রিবিউন: যাত্রীদের চাপ নিয়ন্ত্রণে কী ব্যবস্থা রাখা হয়েছে?

সাইফুল্লাহ আল মামুন: অন্যান্য বছরের চেয়ে বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবার। রেলওয়ে পুলিশের পাশাপাশি পুলিশ ও এপিবিএন সদস্যও মোতায়েন আছে।

ঢাকা রেলওয়ে পুলিশের আওতাধীন প্রায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য ৩ শিফটে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। কমলাপুর স্টেশনে আছেন প্রায় একশ সদস্য। সীমিত জনবল দিয়েই আমরা সাধ্যমতো সেবা দিচ্ছি।

লাগেজ চোর, পকেটমার কিংবা ছিনতাইকারীরা যেন ট্রেনে উঠতে না পারে সেদিকে কড়া নজরদারি রাখা হচ্ছে।

বিশেষ করে ট্রেনের ছাদে যেন কেউ উঠতে না পারে সে ব্যাপারেও আমরা সতর্ক।

প্রায় এক কোটির মতো লোক ঢাকার বাইরে যাবে। বাড়তি চাপ তো থাকবেই।

 

বাংলা ট্রিবিউন: ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকানো সম্ভব হয়েছে?

সাইফুল্লাহ আল মামুন: এ বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছি দায়িত্বরত সকল সদস্যদের। কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। কমলাপুর রেলস্টেশন ও বিমানবন্দর রেল স্টেশন থেকে এবার কেউ ছাদে উঠতে পারছেন না। জয়দেবপুরেও নজরদারি আছে। ছাদে না উঠতে সচেতনতামূলক কর্মকাণ্ডও হাতে নিয়েছি।

ছাদে যাত্রী দেখা মাত্রই নামিয়ে দেওয়া হচ্ছে

বাংলা ট্রিবিউন: রেলওয়ে পুলিশের পক্ষ থেকে যাত্রীদের প্রতি কোনও নির্দেশনা থাকছে?

সাইফুল্লাহ আল মামুন: যাত্রীরা যেন কোনও সমস্যায় পড়লে রেলওয়ে পুলিশকে জানান। তাদের বলবো, ট্রেনের বগিতে বা রাস্তাঘাটে এমন কোনও ঘটনায় জড়াবেন না যা আপনাদের বিপদ ডেকে আনবে।

/এফএ/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা