ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক এবং ফারইস্ট ইটারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল করিম চৌধুরীর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার(৭মে) গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে উপাচার্য বলেন, নাজমুল করিম চৌধুরী ছিলেন এদেশের একজন স্বনামধন্য শিক্ষাবিদ, লেখক, গবেষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘকাল সুনামের সঙ্গে অধ্যাপনা করেছেন।
উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. নাজমুল করিম চৌধুরী বৃহস্পতিবার (৭মে) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।