X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হৃদরোগে ঢাবি শিক্ষকের মৃত্যু

ঢাবি প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২১, ১৭:৩৮আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৭:৪০

হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার বালা মারা গেছেন।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫৬ বছর। গ্রামের বাড়ি ফরিদপুরে তার শেষকৃত্য সম্পন্ন হবে জানিয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারেক।

এর আগে বিকাল সাড়ে তিনটায় শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে নিয়ে আসা হয়৷ এসময় শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান, ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মুইন, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাহমিনা খাতুনসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা৷

অধ্যাপক ড. স্বপন কুমার বালার মৃত্যুতে শোক প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এক বার্তায় বলেন, তিনি ছিলেন হিসাববিজ্ঞানের বিজ্ঞ শিক্ষক ও গবেষক। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার অনেক গবেষণা-প্রবন্ধ প্রকাশ হয়েছে। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির আজীবন সদস্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার, ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) কোষাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় এই গুণী অধ্যাপক অ্যাকাউন্টিং শিক্ষার প্রসার, গবেষণা এবং দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে অসামান্য অবদান রেখে গেছেন।

 

 

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা