X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দোয়া-মাহফিলে সাবেক অর্থমন্ত্রী মুহিতকে স্মরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২২, ১৯:৪৮আপডেট : ০৭ মে ২০২২, ২০:৫২

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের স্মরণে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মে) বিকালে আছরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করে তার পরিবার।

এ সময় দোয়া-মাহফিলে আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, মুহিতের মেয়ে সামিনা মুহিত, বড় ছেলে সাহেদ মুহিত, পুত্রবধূ ও নাতি-নাতনীরা উপস্থিত ছিলেন।

এতে আরও উপস্থিত ছিলেন— পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নান, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, সাবেক পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ,  সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী, সাবেক সচিব এম মোকাম্মেল হক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত, চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ, এক্সিম ব্যাংকের পরিচালক ও গুলশান কেন্দ্রীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নুরুল ফজল বুলবুল।

দোয়া মাহফিলের আগে মুহিতকে স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘আমার বড় ভাই সৎ ও নিষ্ঠাবান লোক ছিলেন। ১৯৮০-৯০ এর দশকেও দেশের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে চিন্তা করতেন। তিনি সারা জীবন মানুষের উন্নয়নের কথা চিন্তা করেছেন।  আমি আমার ভাইকে হারিয়েছি, দেশ একজন নিষ্ঠাবানকে হারিয়েছে।’ 

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘দেশের প্রতি আবুল মাল আবদুল মুহিতের যে অঙ্গীকার ছিল, তা আমরা দেখাতে পারলে বাংলাদেশ অবশ্যই ২০৪১ সালে উন্নত দেশ হবে।’

দেশের অর্থনৈতিক খাতে আবুল মাল আবদুল মুহিতের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান।

সাবেক সচিব এম মোকাম্মেল হক বলেন, ‘বাংলাদেশের পরিবর্তনের অনুঘটক ছিলেন আবুল মাল আবদুল মুহিত।’

সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী বলেন, ‘তার সারা জীবন ছিল সত্য প্রতিষ্ঠার উদাহরণ৷ নিপীড়িত, সংগ্রামী মানুষের পক্ষে ছিলেন। সর্বজন প্রিয় এক কিংবদন্তি মুহিতকে বাংলাদেশ স্মরণ করবে চিরকাল।’ সালমান এফ রহমান বলেন, ‘তরুণ প্রজন্ম কী ভাবছে, তাদের জন্য কী করা যায়, সেটি নিয়ে আবুল মাল আবদুল মুহিত চিন্তা করতেন।’

মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘দেশের সবচেয়ে সফল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।’

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা