X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সাবেক এমপি শাহ জিকরুলকে বনানী কবরস্থানে দাফন করা হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২২, ২০:১৪আপডেট : ০৮ মে ২০২২, ২০:১৪

সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদকে রবিবার (৮ মে) রাতে রাজধানীর বনানী কবরস্থানে তার মায়ের কবরে দাফন করা হবে। বাদ এশা রাজধানীর পুরানা পল্টন লেইন বটতলা মসজিদে তার চতুর্থ ও শেষ জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে বিকালে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কার্যালয়ের  চত্বরে, বাদ আছর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ও বাদ মাগরিব সেগুন বাগিচায় বাংলাদেশ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের চত্বরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।  

জাসদ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাসদ জানিয়েছে, শনিবার (৭ মে) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শাহ জিকরুল আহমেদ। তিনি জাসদের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন।

বাংলাদেশ ট্যাক্সেস বারের সাবেক সভাপতি, বীরমুক্তিযোদ্ধা শাহ জিকরুল আহমেদের মরদেহ রবিবার (৮ মে) জাসদ কার্যালয়ের চত্বরে নিয়ে আসা হয়। সেখানে দলের সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার তার মরদেহ জাতীয় ও দলীয় পতাকা দিয়ে মুড়িয়ে দেন। এরপর জাসদ কেন্দ্রীয় কমিটি, জাসদ ঢাকা মহানগর কমিটি, জাতীয় নারী জোট, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ, জাতীয় যুব জোট, জাতীয় কৃষক জোট, জাতীয় আইনজীবী পরিষদ, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ, বাংলাদেশ জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি পেশার সংগঠনের নেতারা তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বাদ আছর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে বীরমুক্তিযোদ্ধা হিসেবে তাকে রাষ্ট্রের পক্ষ থেকে ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল গান স্যালুটের মাধ্যমে গার্ড অব অনার প্রদান করে।

জানাজায় অংশগ্রহণ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন, অ্যাড. সৈয়দ রেজাউর রহমান, সাবেক মন্ত্রী  কামরুল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি  মো. মমতাজ উদ্দিন ফকির ও সাধারণ সম্পাদক আবদুন নুর দুলালসহ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবীরা।

উল্লেখ্য, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ আগামী ২৫ মে অনুষ্ঠেয় বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল থেকে সাধারণ আসনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। তিনি এ নির্বাচনের প্রচারাভিযানের অংশ হিসেবে শনিবার দুপুরে রাজবাড়ী বার অ্যাসোসিয়েশন মিলনায়তন, সন্ধ্যা ৬টায় মাদারীপুর বার অ্যাসোসিয়েশন মিলনায়তন, রাত ৮টায় গোপালগঞ্জ বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে নির্বাচনি প্রচার সভায় অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন।

রাত সাড়ে ৯টায় গোপালগঞ্জে নির্বাচনি সভা চলাকালে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত গোপালগঞ্জ বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি রাত ১০টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা