X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরি

সিআইডির তদন্ত দল যাচ্ছে ফিলিপাইন, সহায়তা চাইবে ইন্টারপোলের

জামাল উদ্দিন
২৬ মে ২০১৬, ২২:৫১আপডেট : ২৭ মে ২০১৬, ১৫:২৭

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থচুরি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির সঙ্গে জড়িতদের ধরতে ইন্টারপোলের সহায়তা চাইবে সিআইডি। এজন্য আগামী দুই-একদিনের মধ্যেই সিআইডি ও বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল ফিলিপাইনের ম্যানিলায় যাবে। আগামী ৩০ মে ম্যানিলায় এ সংক্রান্ত একটি বৈঠকে অংশ নেবেন প্রতিনিধি দলের সদস্যরা।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা। একইসঙ্গে সোনালী ব্যাংকের অর্থ পাচারের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির কোনও যোগসূত্র আছে কিনা, তাও খতিয়ে দেখবে বলে জানিয়েছেন সিআইডি কর্মকর্তারা।
তদন্তে সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির বিষয়ে তদন্ত এগিয়ে নিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা চায় বাংলাদেশ পুলিশ। এরপরই ইন্টারপোল ম্যানিলায় আগামী ৩০ মে এ বৈঠকের আয়োজন করে। বৈঠকে রিজার্ভ চুরির সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
তদন্তে সংশ্লিষ্ট সিআইডি’র একটি দায়িত্বশীল সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, রিজার্ভ থেকে অর্থ চুরির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের লোকজন জড়িত রয়েছেন। তাদের সম্পৃক্ততা ছাড়া কখনোই এটি সম্ভব নয়। তথ্যপ্রযুক্তি ও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে জড়িত ব্যক্তিদের এরইমধ্যে শনাক্ত করে নজরদারির মধ্যে রাখা হয়েছে। সন্দেহাতীতভাবে তথ্য প্রমাণ হাতে পাওয়ার পরই তাদের আটক করা হবে। তদন্তের প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানায় সূত্রটি।

আরও পড়তে পারেন: বাংলাদেশের রিজার্ভ চুরির হোতারা ভারতে!

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার ও রিজার্ভ চুরির ঘটনা তদন্ত দলের তদারক কর্মকর্তা আবদুল্লাহ হেল বাকী বাংলা ট্রিবিউনকে বলেন, তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করছেন তারা। রিজার্ভ চুরির সঙ্গে সংশ্লিষ্টদের সরাসরি জড়িত থাকার কোনও তথ্য এখনও তারা পাননি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চরম গাফিলতি ও অবহেলা যে ছিলো এতে কোনও সন্দেহ নেই।

আবদুল্লাহ হেল বাকী বলেন, তদন্তে এখন পর্যন্ত বাংলাদেশি কিংবা বাংলাদেশি বংশদ্ভূত কারও জড়িত থাকার বিষয়ে কোনও তথ্য তারা পাননি। রিজার্ভ চুরির সঙ্গে বিদেশিরাই জড়িত। এমন অনেককে শনাক্ত করা হয়েছে। তদন্তে যেসব বিদেশির নাম পাওয়া গেছে, তাদের বেশিরভাগের নামই মনে হচ্ছে ভুয়া। ছদ্মনাম ও ভুয়া কাগজপত্র ব্যবহার করেই তারা রিজার্ভ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। ওইসব বিদেশির আসল পরিচয় বের করে তাদের ধরতে ওইদিন বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষ থেকে ইন্টারপোলকে অনুরোধ জানানো হবে।

সোনালী ব্যাংকের অর্থ পাচারের বিষয়ে জানতে চাইলে সিআইডি’র এই কর্মকর্তা বলেন, বিষয়টি আমরা গণমাধ্যমে দেখেছি। এরসঙ্গে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির কোনও যোগসূত্র আছে কিনা সেটা তারা খতিয়ে দেখবেন বলে জানান তিনি।

রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার তদন্ত করেছে দেশের পাঁচটি সংস্থা। সিআইডি ছাড়াও এই দলে আছে পুলিশ সদর দফতর, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সমন্বিত টিম। অর্থ চুরির ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলাটির মূল তদন্তের নেতৃত্ব দিচ্ছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রায়হান উদ্দিন খান।

 /এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা