X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

মোবাইলফোনে বিশিষ্টজনদের হুমকিদাতা জঙ্গি কিনা, নিশ্চিত নয় পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৬, ১৯:০৮আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৯:১৩

হুমকি সম্প্রতি কয়েকজন বিশিষ্ট নাগরিককে মোবাইল ফোনে হত্যার হুমকি কোনও জঙ্গি সংগঠন দিয়েছে কিনা, তা নিশ্চিত নয় পুলিশ। তবে অনুসন্ধান করে হুমকিদাতাকে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  মনিরুল ইসলাম বলেন, ‘হুমকির বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। একই নম্বর দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকিদাতা জঙ্গি সংগঠনের সদস্য কিনা, তা তদন্ত করে দেখছি। যদি অনুসন্ধানে আসে হুমকিদাতা জঙ্গি সংগঠনের, তাহলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। তাদের আরও নিরাপত্তার ব্যবস্থা করব। আর যদি জঙ্গি সংগঠনের নাও হয় তাহলেও ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মনিরুল ইসলাম বলেন, ‘ইতোপূর্বে এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা তদন্ত করেছি। ওইসব ঘটনায় একজনকে আমরা গ্রেফতার করেছিলাম। যে ১৪৫ টি এসএমএস পাঠিয়ে বিভিন্নজনকে হুমকি দিয়েছিল। ওই হুমকিদাতা সরাসরি কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ছিল না। এটা প্রযুক্তির টেকনিক্যালি কিছু হ্যাজার্ড। এটার অপব্যবহার করছে কেউ-কেউ।’

গত সপ্তাহে একই নম্বর থেকে জনপ্রিয় কথাসাহিত্যিক ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, তার স্ত্রী প্রফেসর ড. ইয়াসমিন হক ও অধ্যাপক আনু মুহাম্মদকে মোবাইল ফোনে ম্যাসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের পরিচয়ে এ হুমকি দেওয়া হয়েছে। যে নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে, সেটি হলো ০১৬২৯৯৬৭৫৫১। হুমকির ঘটনায় সিলেটের জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন জাফর ইকবাল। অন্যদিকে রাজধানীর রামপুরা থানায় জিডি করেন আনু মুহাম্মদ। পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পারে হুমকিদাতার নম্বরটি সিলেটের মিজানুর রহমানের। তবে সে সরাসরি হুমকি দেয়নি। তার নম্বরটি স্ফুফিং করে এই হুমকি দেওয়া হয়।

এই নম্বরের বিষয়ে মনিরুল ইসলাম বলেন, ‘সম্প্রতিযে নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল, সেটি নিবন্ধিত। তবে যে নামে নিবন্ধিত, সেই ব্যবহারকারীর হুমকি দিচ্ছে না। এর আগের ঘটনায় একজনের নম্বর আরেক জনে ব্যবহার করে হুমকি দিয়েছিল। এটিও আমরা তাই সন্দেহ করছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জাফর ইকবাল তার জিডিতে অভিযোগ করেন, গত ১২ অক্টোবর বুধবার স্ত্রীসহ ঢাকায় বনানীর ডিওএইচএসে অবস্থান করছিলেন তারা। ওইদিন রাত সোয়া ১২টায় ইয়াসমিন হকের মোবাইল ফোনে একটি ক্ষুদে বার্তা (এসএমএস) আসে। এতে তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার সিলেটে ফিরেই জাফর দম্পতি জালালাবাদ থানায় এই সাধারণ ডায়েরি (জিডি) করেন। ডায়েরি নং ৫৯২ (১৪-১০-২০১৬)।

এসএমএসেটি ছিলো এমন 'welcome to our new top list! Your breath may stop at anytime. abt. এই কথা লিখে পাঠানো হয়েছিল। পরে রাত আড়াইটায় জাফর ইকবালের মোবাইল ফোনে একটি ক্ষুদে বার্তা (এসএমএস) আসে। তাতে লেখা ছিল 'hi unbeliever! We will strangulate you soon.'

এদিকে, মোবাইল ফোনে হত্যার হুমকি পেয়ে রাজধানীর রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। বুধবার রাত ১টার দিকে মোবাইলে ক্ষুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি বৃহস্পতিবার রাতে জিডি করার সময়ও একই মোবাইল নম্বর থেকে হুমকি পেয়েছেন তিনি।

জিডি ও দ্বিতীয়বারের হুমকি প্রসঙ্গে আনু মুহাম্মদ বৃহস্পতিবার রাতে ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘‘রামপুরা থানায় বসে জিডি করছিলাম। ওসি (তদন্ত) সামনেই ছিলেন। এই সময়েই রাত ৮টা ৪৩মিনিটে একই নম্বর থেকে আরেকটি এসএমএস পেলাম। হুবহু: ‘সে ইয়েস টু রামপাল, আদারওয়াইজ ইউ মাস্ট উইল বি হ্যাকড টু ডেথ ইনক্রিডিবলি বাই আস।”

 আরও পড়ুন: ব্লগার নাজিমউদ্দিন সামাদকে ৩ মাস আগে হত্যার পরিকল্পনা করে জঙ্গিরা

/এআরআর/এমএনএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস