X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কওমি স্বীকৃতির দাবি রাজনৈতিক নয়: মুফতি রুহুল আমীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৬, ২১:৩১আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ২১:৩৩

সমাবেশে বক্তব্য রাখছেন মুফতি রুহুল আমীন কওমি সনদের স্বীকৃতির দাবি কোনও রাজনৈতিক দাবি নয় বলে মন্তব্য করেছেন বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা শিক্ষাবোর্ড সভাপতি মুফতি রুহুল আমীন। তিনি বলেন, ‘এটি মৌলিক অধিকারের প্রশ্ন। আমরা শুধু সনদের স্বীকৃতি চাই।’ বৃহস্পতিবার গোপালগঞ্জ পৌরপার্কে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মুফতি রুহুল আমীন বলেন, ‘দারুল উলুম দেওবন্দের উসুলে হাশতেগানার আলোকে প্রণীত আইন মোতাবেক স্বীকৃতি হলে কওমি মাদ্রাসার স্বকীয়তা, স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য পুরোপুরি অক্ষুণ্ন থাকবে। এটা নিয়ে কোনও বিভ্রান্তির সুযোগ নেই।’ তিনি  বলেন, ‘কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি এ দেশের লাখলাখ আলেম এবং অর্ধকোটি ছাত্রের প্রাণের দাবি। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক এ দাবিতে রাজপথে অবস্থান ধর্মঘট করেছেন। লাখ-লাখ ছাত্র-শিক্ষক এর জন্য বহু সংগ্রাম করেছেন। যার ফলে গত সরকারের আমলে একটি টাস্কফোর্স গঠিত হয়। বর্তমান সরকারের আমলে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে ১৭জন বিজ্ঞ আলেমকে নিয়ে কওমি কমিশন গঠিত হয়। এরই ধারাবাহিকতায় কওমি মাদ্রোসা শিক্ষা কর্তৃপক্ষ আইনের খসড়া প্রণীত হয়। এর মাধ্যমে কওমি সনদের স্বীকৃতির চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়েছে।’

 গওহরডাঙ্গা শিক্ষাবোর্ড সভাপতি বলেন, ‘আমরা আশাবাদী, শিগগিরই কওমি মাদ্রাসার স্বকীয়তা বজায় রেখে আলেমদের সুপারিশ মতো কওমি সনদের স্বীকৃতির ঘোষণা আসবে।’

সম্মেলনে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মসজিদের খতিব ও ছাত্ররা উপস্থিত ছিলেন। সম্মেলনে ৬টি বিষয়ে ষোষণাপত্র প্রকাশ করা হয়।

মুফতি মোরতাজা হাসান ও মুফতি মাকসুদুল্লাহ পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, গওহরডাঙ্গা মাদরাসার শাইখুল হাদিস আল্লামা আব্দুর রউফ, মহাসচিব মাওলানা শামছুল হক, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা নুরুল হক, মুফতি শোয়াইব ইবরাহীম, মাওলানা খালেদ সাইফুল্লাহ, ঢাকা, মাওলানা আজিজুর রহমান ঢাকা,মুফতি রেজাউল করীম, মাওলানা আবুল কালাম, মুফতি মোহাম্মদ তাসনীম প্রমুখ।

/সিএ/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা