X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ফের নারায়ণগঞ্জের মেয়র আইভী

তানভীর হোসেন, নারায়ণগঞ্জ
২২ ডিসেম্বর ২০১৬, ২৩:৫০আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১০:৪৪

বিজয়ের পর আইভী
প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
নির্বাচনে ১৭৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সবকটি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী আইভী পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৬ হাজার ৪৪ ভোট। সেই হিসেবে ৭৯ হাজার ৫৬৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আইভী।
রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার এ ফলাফল জানান।
নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর থেকেই উল্লাস চলছে আইভী শিবিরে। নগরীর পশ্চিম দেওভোগে নিজ বাড়ির সামনে আইভী তার এই বিজয়ের জন্য ধন্যবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জবাসীকে। এই জয়কে তিনি উৎসর্গ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনাকে ফোন করে তিনি জয়ের অনুভূতি জানিয়েছেন। তাকে দলীয় মনোনয়ন দেওয়ায় কৃতজ্ঞতাও জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে।
এবারের নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে আইভী দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হলেন। এর আগে ২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জে প্রথম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনেও জয়ী হয়েছিলেন আইভী। সেবার তিনি পরাজিত করেছিলেন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ও বর্তমান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে।
এবার দলীয় প্রতীকে অনুষ্ঠিত প্রথম নাসিক নির্বাচনেও মেয়র নির্বাচিত হলেন আইভী।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোট শেষে বিকাল ৫টা থেকে শহরের নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে শুরু হয় ভোট গণনা ও ফলাফল ঘোষণা কার্যক্রম।
উল্লেখ্য, ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন ও নারী ভোটার ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন। নির্বাচনে ৬৩ থেকে ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।

 

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস
নানা কর্মসূচিতে পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস
নানা কর্মসূচিতে পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস
ইন্দোনেশিয়ায় মধ্যরাতে ৬.৫ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় মধ্যরাতে ৬.৫ মাত্রার ভূমিকম্প
সর্বাধিক পঠিত
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে