X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৭, ০০:০০আপডেট : ২৮ মার্চ ২০১৭, ০০:০০

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ রাজধানীর যাত্রাবাড়ী ও রামপুরায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু ও তিন জন আহত হয়েছেন। রামপুরায় কাভার্ট ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মেজবাউল হক (৪৫)। রবিবার দিবাগত রাত ১টায় আবুল হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের মামা মো. শাহীন বাংলা ট্রিবিউনকে জানান, রাতে বাসায় ফেরার পথে আবুল হোটেলের সামনে একটি কার্ভাট ভ্যান সজোরে ধাক্কা দিলে মেজবাউল হক গুরুতর আহত হন। পরে উদ্ধার করে রাত ১টা ৩৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেজবাউল হক একটি ডাইং ফ্যাক্টরিতে চাকরি করতেন। তিনি থাকতেন কদমতলার সবুজবাগে বাসাবো ৭৪/১ নম্বর বাড়িতে।
এদিকে যাত্রাবাড়ীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুই জন আহত হয়েছেন। সায়েদাবাদ জনপথ মোড়ে বেলা ১২টার দিকে রাস্তা পারাপারের সময় তুরাগ পরিবহনের ধাক্কায় পথচারী আলতাফ হোসেন আলতু (৩০) গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টায় তার মৃত্যু হয়। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আ. আউয়াল জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রয়েছে।

আলতাফ হোসেন আলতুর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। তিনি থাকতেন যাত্রাবাড়ীর ধলপুরে। তার বাবা মৃত সাহেব উদ্দিন।

এদিকে মেয়র হানিফ ফ্লাইওভারের জনপথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। সেখানে কর্মরত নিরাপত্তা কর্মী রিপনসহ কয়েকজন মিলে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করান। আহতরা হলেন মাইনুল ইসলাম (২৫) ও তুষার (২৪)।

তুষারের পিতা মো. রুস্তম আলী জানান, তার ছেলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষার আসন কোথায় পড়েছে তা দেখে বিকাল সাড়ে ৪টায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। মইনুলও একই এলাকার বাসিন্দা।

/এআইবি/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা