X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাড়ছে সিজারিয়ান শিশু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৭, ২২:৪৬আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ২৩:৩৩

‘ন্যাশনাল লো বার্থ ওয়েট সার্ভে-২০১৫’ অবহিতকরণ সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ অন্যান্যরা

দেশে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু জন্মের হার দিনকে দিন বাড়ছে। গত ১২ বছরে এই হার ৩১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। অপরদিকে, একই সময়ে স্বাভাবিক প্রক্রিয়ায় শিশু জন্মের হার ৩৪ দশমিক ২ শতাংশ কমেছে।

বুধবার (৫ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ন্যাশনাল লো বার্থ ওয়েট সার্ভে-২০১৫’ অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়েছে।

জরিপ প্রতিবেদনের বরাত দিয়ে সভায় বলা হয়, ২০০৩-০৪ সালে সিজারিয়ানের মাধ্যমে শিশু জন্মের হার ছিল মাত্র ৩ দশমিক ৭ শতাংশ, যা ২০১৫-১৬ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৫ শতাংশ। একই সময়ে স্বাভাবিকভাবে শিশু জন্মের হার ৯৬ দশমিক ৩ শতাংশ থেকে কমে ৬২ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে।

দেশে কম ওজনের শিশু জন্মের হার হ্রাস পাওয়ায় সভায় স্বস্তি প্রকাশ করে জানানো হয়, ২০০৩-০৪ সালের জরিপে কম ওজনের শিশু জন্মের হার ছিল ৩৬ শতাংশ, যা গত এক যুগে হ্রাস পেয়ে ২২ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে।

সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেওয়া শিশুর সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘বেসরকারি ক্লিনিকগুলোর বাণিজ্যিক মানসিকতার কারণেই এ প্রবণতা বাড়ছে।’ এক্ষেত্রে তিনি মায়েদের সচেতনতা বৃদ্ধি করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘সিজারে হয়তো মায়ের কষ্ট কম হয়। কিন্তু এই প্রক্রিয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান জন্মদানে মায়েদের উৎসাহিত করতে হবে।’

স্বাস্থ্যসচিব সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা রাখেন অতিরিক্ত সচিব রোকসানা কাদের, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের (আইপিএইচএন) পরিচালক ডা. মুজাহারুল ইসলামসহ অনেকে।

/জেএ/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী