X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কারখানা পরিদর্শনে সিএজি নিরীক্ষকের ঘুষ দাবি, টিআইবি’র উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৭, ২০:৩৬আপডেট : ১৫ এপ্রিল ২০১৭, ২০:৪৪

টিআইবি ইউরো কোলার প্রস্তুতকারক গ্লোব সফট ড্রিংকস কোম্পানির একটি কারখানা কর্তৃপক্ষের কাছে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেছিল বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের (সিএজি) রাজস্ব ও স্থানীয় অধিদফতরের এক নিরীক্ষক। ঘুষ দাবি করা নিরীক্ষক ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। শনিবার গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে টিআইবি’র পক্ষ থেকে এ শাস্তি দাবি করা হয়।
টিআইবি জানায়, নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী সম্প্রতি সিএজি কার্যালয়ের নিরীক্ষকদের একটি দল রাজধানীর তেজগাঁওয়ে গ্লোব সফট ড্রিংকসের একটি কারখানায় নগদ প্রণোদনা বিষয়ে পরিদর্শনে যান। সেখানে রাজস্ব ও স্থানীয় অধিদফতরের দলটির নিরীক্ষক কোম্পানি কর্তৃপক্ষের কাছে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন। শুধু তাই নয়, পরে এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে সিএজি কর্তৃক গঠিত অভ্যন্তরীণ তদন্ত দল কাজ করতে গেলে ওই নিরীক্ষক ও তার সহযোগীরা নানা ধরনের বাধা ও চাপ তৈরি করে।
সাংবাদিধানিক প্রতিষ্ঠানে এ ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে টিআইবি। এক বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ওই নিরীক্ষক ও তার সহযোগীদের চিহ্নিত করে যথাযথ প্রক্রিয়ায় জবাবদিহিতা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের প্রতি আহ্বান জানিয়েছেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠান মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় কারও প্রতি ভয় বা ভীতি বা করুনার ঊর্ধ্বে থেকে এ ধরনের দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তা হবে জাতির জন্য এক অশনি সংকেত। যে কার্যালয়ের ওপর জনগণের অর্থে পরিচালিত সব খাত ও প্রতিষ্ঠানের নিরীক্ষার মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের দায়িত্ব ন্যস্ত রয়েছে, সেই প্রতিষ্ঠানে এ ধরনের ন্যাক্কারজনক দুর্নীতি ও তা থেকে সুরক্ষার জন্য চাপ প্রয়োগের মতো ঘটনা অত্যন্ত কলঙ্কজনক ও চরম হতাশাব্যঞ্জক।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘একদিকে নিরীক্ষার নামে ঘুষ দাবি ও অন্যদিকে তদন্ত কাজে বাধা সৃষ্টি করে সিএজি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের একাংশ শুধু তাদের নিজেদের দায়িত্ব পালনেই ব্যর্থ হচ্ছেন না, একইসঙ্গে সাংবিধানিক এই প্রতিষ্ঠানের মর্যাদা পদদলিত করার দুঃসাহসও দেখাচ্ছেন। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কোনও অবস্থায়ই তা হতে দেবেন না, টিআইবি এই আশা করছে।’

আরও পড়ুন-

ন্যাম ফ্ল্যাটে এমপি ছাড়া কেউ থাকলে বরাদ্দ বাতিল: প্রধানমন্ত্রী

জঙ্গিদমন নিয়ে প্রশ্ন তোলেন জ্ঞানপাপীরা: ডিএমপি কমিশনার

ছাত্রলীগ-যুবলীগের ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

/আরজে/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা