X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পাবলিক পরীক্ষা বর্জনের হুমকি বিসিএস শিক্ষকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৭, ১৮:১২আপডেট : ০৭ মে ২০১৭, ১৮:১২

বিভিন্ন পাবলিক পরীক্ষার ডিউটি বর্জন করার হুমকি দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন শিক্ষা সমিতির অভিযোগ, পরীক্ষা চলাকালীন সময়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে থাকেন বিসিএস শিক্ষকরা। পরীক্ষার সময় প্রশ্ন আনা এবং কেন্দ্রে নকল প্রতিরোধ করার সময় তাদের ওপর সন্ত্রাসী হামলা হয়। তাই সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত না করলে তারা পরীক্ষা সংক্রান্ত কোনও দায়িত্ব পালন করবেন না।

সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব শাহেদুল কবীর চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষা ক্যাডারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণ, হামলাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করা, পরীক্ষা কেন্দ্র এলাকায় ১৪৪ ধারার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। অন্যথায় পাবলিক পরীক্ষা বর্জন করা হবে।’

এসময় তিনি আগামী ১৬ মে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতি ঘোষণা করেন। দাবি পূরণ না হলে আগামী ২৫ মে থেকে অনির্দিষ্টকালের জন্য পাবলিক পরীক্ষা বর্জন করা হবে বলেও জানান তিনি।

সংগঠনের সভাপতি আই কে সলিমুল্লাহ খন্দকার বলেন, ‘পরীক্ষার প্রশ্ন আনা এবং কেন্দ্রে নকল প্রতিরোধ করা বিসিএস শিক্ষকদের দায়িত্ব। এসব কাজের সময় তাদের যথেষ্ট নিরাপত্তা প্রদান করা হয় না। যার জন্যে আমাদের ওপর বারবার সন্ত্রাসী হামলা হয়। এসব হামলার বিচারও হয় না। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। যার কারণে পরবর্তীতেও আমরা নিরাপত্তাহীনতায় থাকি। আমরা চাই সরকার এর অবসান করুক।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মাকসুদা বেগম, যুগ্ম-সম্পাদক (ঢাকা মহানগর) মাসুদা বেগম প্রমুখ।

উল্লেখ্য, দেশে ৩৩৫টি সরকারি কলেজ ও মাদ্রাসায় কর্মরত রয়েছেন প্রায় ১৬ হাজার শিক্ষক। সমিতির সদস্য সংখ্যা ১২ হাজারেরও বেশি। সরকারি কলেজ শিক্ষকরা উচ্চ মাধ্যমিক, অনার্স ও স্নাতক পাস এবং মাস্টার্সের ক্লাস ও পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করেন।

/আরএআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া