X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভারতে জেএমবি কতটা সংগঠিত, জানতে চায় এসটিএফ

নুরুজ্জামান লাবু
১৭ জুলাই ২০১৭, ০১:০০আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৬:২৩

জেএমবি পশ্চিমবঙ্গসহ অন্যান্য প্রদেশে বাংলাদেশের জেএমবি ও নব্য জেএমবি কতটা সংগঠিত, তা জানতে চায় পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্কফোর্সের (এসটিএফ) সদস্যরা। এ কারণে পুলিশের সদর দফতরের জঙ্গিবিরোধী সেল ও ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) কর্মকর্তাদের সঙ্গে দফায়-দফায় বৈঠক করছেন তারা। তিন সদস্যের এই দলের প্রধান উদ্দেশ্যই হলো, ভারতে জেএমবি ও নব্য জেএমবির বিস্তারিত কার্যক্রমের তথ্য উদ্ঘাটন করা। এ কারণে ভারতে দীর্ঘদিন পালিয়ে থাকা শীর্ষ জঙ্গি সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ গ্রেফতার হওয়ার পর শনিবার এসটিএফ সদস্যরা ঢাকায় আসেন। সোমবার ভারতের জাতীয় তদন্ত সংস্থার একটি দলেরও একই উদ্দেশ্য ঢাকায় আসার কথা রয়েছে।


পুলিশ সদর দফতর ও সিটিটিসি ইউনিটের কর্মকর্তারা বলছেন, ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের দেশে জেএমবি ও নব্য জেএমবির কার্যক্রম নিয়ে শঙ্কায় রয়েছেন। কারণ মাহফুজের মতো শীর্ষ জঙ্গি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দীর্ঘ প্রায় পাঁচ বছর ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এলাকায় অবস্থান করে জঙ্গি কার্যক্রম চালিয়ে এসেছে। গ্রেফতারের পর সোহেল মাহফুজ জিজ্ঞাসাবাদে জানিয়েছে, মুর্শিদাবাদের শিমুলিয়া মাদ্রাসায় তাদের একটি ট্রেনিং ক্যাম্প ছিল। ওই মাদ্রাসায় সে শতাধিক সদস্যকে জেএমবির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। ভারতীয় পুলিশ কর্মকর্তারা এই ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী। যেন দেশে গিয়ে তাদের বিষয়ে নজরদারি ও আইনের আওতায় আনা যায়।
পুলিশ সদর দফতরের এআইজি (গোপনীয়) মো. মনিরুজ্জামান বলেন, ‘আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। পারস্পারিক তথ্য বিনিময় হয়েছে। জঙ্গি ও সোহেল মাহফুজ নিয়ে তাদের বেশি আগ্রহ। কারণ সে দীর্ঘ দিন ভারতে ছিল। সে বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের সঙ্গেও জড়িত। এ কারণে ভারতে ওরা কতটা সংগঠিত হয়েছিল তা জানতে চেয়েছে। আমাদের কাছে থাকা যতটুকু তথ্য শেয়ার করা যায় তা আমরা করেছি।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ ও ভারতের কমন কিছু বিষয় নিয়েও আমাদের কথা হয়েছে। কোথায় নজরদারি বাড়াতে হবে বা কার ওপর নজরদারি করতে হবে, এটা ওদের পক্ষ থেকে যেমন বলেছে, আমরাও কিছু কিছু বিষয় জানার চেষ্টা করেছি।’ সোহেল মাহফুজ
সিটিটিসি সূত্র জানায়, ভারতের স্পেশাল টাস্কফোর্সের সঙ্গে বাংলাদেশ পুলিশের জঙ্গিদের একটি তালিকাও বিনিময় করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ থেকে যেসব জঙ্গিরা ভারতে গিয়ে আত্মগোপনে থেকে জঙ্গি কার্যক্রম চালিয়ে আসছে তাদের বিষয়ে তথ্য আদান-প্রদান করা হয়েছে। এছাড়া ভারতে জেএমবির পাশাপাশি নব্য জেএমবি কোনও আস্তানা গেড়েছে কিনা, সে বিষয়ে খোঁজ-খবর করা হয়েছে।
সিটির একজন কর্মকর্তা জানান, বাংলাদেশে ধারাবাহিকভাবে চলমান জঙ্গিবিরোধী অভিযানের কারণে নব্য জেএমবির বেশ কয়েকজন নেতাকর্মী ভারতে গিয়ে অবস্থান করছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। আগে জঙ্গিরা ভারতে আত্মগোপনে থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলার পরিকল্পনা করতো। কিন্তু সোহেল মাহফুজকে গ্রেফতারের পর তারা জানতে পারেন, জেএমবি তাদের ভারতীয় শাখা খুলে সেখানে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জেএমবির ভারতীয় শাখার আমিরের দায়িত্ব পালন করেছে। এছাড়া এই সময়ে সে শতাধিক ব্যক্তিকে জেএমবিতে যুক্ত করে সামরিকসহ অন্যান্য প্রশিক্ষণ দিয়েছে।
সিটির দায়িত্বশীল এই কর্মকর্তা বলেন, জেএমবি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম এলাকাসহ আসাম ও ঝাড়খণ্ডেও তাদের কার্যক্রম চালায়। এছাড়া সোহেল মাহফুজ জিজ্ঞাসাবাদে বলেছে, সে সাংগঠনিক কাজে চেন্নাই ও উত্তর প্রদেশেও বিভিন্ন সময় ভ্রমণ করেছে। এ কারণে জেএমবি ভারতে ভালোভাবেই যে সংগঠিত হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হয়েছেন সিটির কর্মকর্তারা। এমনকি নব্য জেএমবির একটি দল ভারতে তাদের শাখা খোলার চেষ্টা করছে বলেও তথ্য রয়েছে।
সোমবার ভারতের জাতীয় তদন্ত সংস্থার যে দলটি আসবে, সে দলের সঙ্গেও একই বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

/এমএনএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া