X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভিভিআইপি মর্যাদার নিরাপত্তা পাবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৭, ১৮:০০আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১৮:০০

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলাকালে হোটেল থেকে স্টেডিয়াম ও সেখান থেকে আবার হোটেলে যাতায়াতের সময় ভিভিআইপি নিরাপত্তা পাবেন দুই দলের ক্রিকেটারসহ অন্য সদস্যরা। শনিবার (১৯ আগস্ট) বিকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসন্ন সিরিজে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।

বক্তব্য রাখছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া ভিভিআইপিদের যে মর্যাদায় আনা-নেওয়া করা হয়, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দল তেমন নিরাপত্তাই পাচ্ছে। ডিএমপি কমিশনার বলেন, ‘দেশের সম্মান ও ভাবমূর্তি সবার আগে। খেলোয়াড়রা রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল থেকে মিরপুর স্টেডিয়ামে আসার সময় তাদেরকে পুরোটা পথে নিরাপত্তা দেওয়া হবে। মোটরসাইকেলে যুক্ত থাকবে পুলিশ ও র‌্যাবের চৌকস সদস্যরা। থাকবে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স। গুরুত্বপূর্ণ স্থানের ছাদে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।’

স্টেডিয়ামের নিরাপত্তা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা বিসিবির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। দেশের স্বার্থে খেলাকে উৎসবমুখর করতে সব পদক্ষেপ নেওয়া হয়েছে। স্টেডিয়াম, রাস্তা ও হোটেল— এই তিনভাবে নিরাপত্তা সাজিয়েছি আমরা। সিসিটিভির আওতায় আনা হয়েছে পুরো স্টেডিয়াম চত্বর। দক্ষ অফিসাররা এটি পর্যবেক্ষণ করবেন। যখন যেখানে যে নির্দেশনা প্রয়োজন হবে সেখানে সম্পৃক্ত হবেন তারা।’
জানা গেছে– মাঠ, ফটক ও গ্যালারিতে থাকবে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। স্টেডিয়ামে আন্তঃবেস্টনি ও বহির্বেস্টনী থাকবে। মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে স্টেডিয়াম পর্যন্ত খেলোয়াড়রা যাতায়াতের সময় সড়কের দুই পাশে পুলিশের লাইনিং থাকবে। একইসঙ্গে এই এলাকায় সড়কে ভাসমান দোকান বন্ধ ও স্থায়ী দোকানগুলোর শাটার নামানো থাকবে।

হোটেলে নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। চারপাশ লাইটিংসহ আনা হয়েছে সিসিটিভির আওতায়। বসানো আছে আর্চওয়ে, লাগেজ স্ক্যানার, ভিকেল স্ক্যানার। এগুলোর মধ্য দিয়ে প্রত্যেককে চেক করে নিয়ে আসা হবে। কোনও ধরনের দর্শনার্থীর প্রবেশের অনুমতি থাকবে না। এমনকি কোনও গণমাধ্যম অনিয়মিতভাবে কোনও খেলোয়াড় বা কর্মকর্তাদের সাক্ষাৎকার নিতে পারবে না। এক্ষেত্রে বিসিবির যথাযথ অনুমতি নিতে হবে।’

জাল টিকিট নিয়ে প্রবেশ ঠেকাতে ম্যানুয়াল ও মেশিনে তল্লাশি করা হবে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি জানান, সবাইকে আর্চওয়ে ও ম্যানুয়েল চেকিংয়ের মধ্য দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে। ধারালো চাকু, কাঁচি, ব্যাগ, দাহ্য পদার্থ, দিয়াশলাই, ট্রলি ব্যাগ, ব্যানিটি ব্যাগ, পানির বোতল না নিয়ে স্টেডিয়ামে আসার জন্য অনুরোধ জানানো হয় তার পক্ষ থেকে। 
একই সঙ্গে গ্যালারিতে সবাইকে নির্ধারিত আসনে বসেই খেলা দেখার আহ্বান জানিয়েছেন আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘অন্যান্য সময় দর্শকরা গ্যালারিতে নির্ধারিত আসনে বসেন না। এবার কড়াকড়ি থাকবে। প্রত্যেককে নিজ নিজ আসনে বসতে হবে। এ ব্যাপারে জোর পদক্ষেপ নেওয়া হবে।’

বক্তব্য রাখছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া তবে এই নিরাপত্তা ব্যবস্থা কোনও হুমকির কারণে নয় বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘এটা চলমান নিরাপত্তার অংশ। যারা বাংলাদেশের উন্নয়ন, দেশের ভালো ও গণতন্ত্র চায় না এই দুষ্টুচক্র নানান অপচেষ্টা করতে পারে। এটা মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। যেখানে যত প্রয়োজন হবে ততসংখ্যক ফোর্স নিয়োজিত থাকবে। ডাইভারশান কোনও কোনও ক্ষেত্রে থাকবে। সাময়িক সময়ের জন্য ডাইভারশান দেওয়া হবে।’

আগামী ২৭ থেকে ৩১ আগস্ট সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। পাঁচ দিনের এই খেলা হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ৪ থেকে ৮ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দুই দলের মধ্যকার দ্বিতীয় টেস্ট।
ছবি: নাসিরুল ইসলাম
/আরজে/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ