X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

তথ্য অধিকার আইন নিয়ে তথ্য কমিশন-টিআইবির সমঝোতা স্মারক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৭, ২০:১৮আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ২০:১৮

ড. গোলাম রহমান ও ড. ইফতেখারুজ্জামান তথ্য অধিকার আইন বাস্তবায়নে জনসচেতনতা বাড়ানো ও অংশীজনের সামর্থ্য বাড়ানোর লক্ষ্যে বুধবার (১১ অক্টোবর) তথ্য কমিশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন কার্যালয়ে এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে তথ্য অধিকার আইনের কার্যকর ব্যবহারে তরুণদের সম্পৃক্তকরণ কার্যক্রমে সহযোগিতা, গণমাধ্যম যোগাযোগ ও প্রচারণা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপন বিষয়ে  তথ্য কমিশন ও টিআইবি একসঙ্গে কাজ করবে।

অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান বলেন, ‘তথ্য অধিকার আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি হ্রাস ও জনগণকে ক্ষমতায়িত করে সুশাসন ও গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা সম্ভব। তথ্য অধিকার আইন-২০০৯ এর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে টিআইবির সঙ্গে আমাদের অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের প্রত্যাশা।’

তথ্য অধিকার আইন-২০০৯ এর বাস্তবায়নকে টিআইবির কার্যক্রমে সর্বোচ্চ প্রাধান্যের তালিকার অন্যতম ক্ষেত্র হিসেবে উল্লেখ করে সংগঠনের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘গোপনীয়তার সংস্কৃতি থেকে উন্মুক্ততার সংস্কৃতিতে উত্তরণ সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি হ্রাসের জন্য অপরিহার্য। তাই তথ্য কমিশনের সঙ্গে এ ধরনের প্রাতিষ্ঠানিকভাবে সহযোগিতা ও একযোগে কাজ করার সুযোগ টিআইবির জন্য অতীব গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

টিআইবির পরিচালক রিজওয়ান-উল-আলম জানান, সমঝোতা অনুযায়ী তথ্য সংগ্রহ ও সংরক্ষণে যথাযথ মান অনুসরণ বিষয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য কমিশন ও টিআইবি যৌথভাবে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেবে। একইসঙ্গে আইন অনুযায়ী সঠিক প্রক্রিয়ায় তথ্য প্রাপ্তির আবেদনের সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণদের নিয়ে যৌথভাবে প্রশিক্ষণের আয়োজন করবে। রোভার স্কাউট, গার্লস গাইড, ন্যাশনাল ক্যাডেট কোর ও টিআইবির ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্টসহ (ইয়েস) তরুণদের নিয়ে কর্মরত বিভিন্ন সংগঠনকে সম্পৃক্ত করে তথ্য কমিশন ও টিআইবি যৌথভাবে তথ্য অধিকার বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করবে। এছাড়া, তরুণদের উপযোগী তথ্য অধিকার বিষয়ক অ্যানিমেশন ভিডিও তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ ও প্রচার করবে এবং কমিউনিটি রেডিওর মাধ্যমে স্থানীয় পর্যায়ে তথ্য অধিকার বিষয়ক বার্তা, বিজ্ঞাপন ও অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নেওয়া হবে।

সমঝোতা স্মারকের আওতায় তথ্য কমিশন ও টিআইবি যৌথভাবে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে তথ্য অধিকারবিষয়ক জনসচেতনতামূলক শোভাযাত্রা, সেমিনার, আলোচনা সভা ও তথ্য মেলার আয়োজন করবে। এছাড়া, স্থানীয় পর্যায়ে জেলা-উপজেলা প্রশাসন ও টিআইবির অনুপ্রেরণায় দেশের ৪৫টি অঞ্চলে গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) সঙ্গে সমন্বয় করে র‌্যালি, আলোচনা সভা ও তথ্য মেলার আয়োজন করবে।  দুই বছরের জন্য এ সমঝোতা স্মারক সই হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, পরিচালক (প্রশাসন) ভূঁইয়া মো. আতাউর রহমান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/জেইউ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা