X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আমার বেলায় ন্যাক্কারজনক ব্যতিক্রম: খালেদা জিয়া

বাংলা ট্রিবউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ১৭:১৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৯:১৯

 

আদালতে খালেদা জিয়া (ছবি: নাসিরুল ইসলাম) রাজধানীর বকশী বাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত অস্থায়ী বিশেষ আদালতে মামলা পরিচালনা তার প্রতি অপমান-অসম্মান ও হেনস্তা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিচারককে উদ্দেশ করে খালেদা জিয়া বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গ, হত্যা, ধর্ষণ, রাষ্ট্রদ্রোহ মামলার বিচারের জন্য স্থাপিত এজলাসে আমার বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার কাজ চলছে। আপনি এই ধরনের অভিযোগে দায়ের করা মামলা কোর্ট-কাচারি অঙ্গনে পরিচালনা করেছেন। কেবল আমার বেলায় ন্যাক্কারজনক ব্যতিক্রম।’ 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিয়ে আত্মপক্ষ সমর্থন করে আদালতকে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া আদালতকে বলেন, ‘এই আদালতে আসলেই আমার মনে পড়ে ফকরুদ্দিন-মইনুদ্দিনর অবৈধ ও অসাংবিধানিক শাসনকালের কথা। দেশের নেতানেত্রী ও রাজনীতিবিদদের হয়রানির উদ্দেশে আইন অঙ্গনের বাইরে আলাদা এলাকায় জাতীয় সংসদ ভবনে ট্রাইব্যুনাল ও এজলাস বসিয়েছিলেন। সংসদ ও জনপ্রতিনিধিদের অপমান ও হেও করাই ছিল তাদের সেদিনের কার্যকলাপের উদ্দেশ্য। কিন্তু আজও  কেন তারই ধারাবাহিকতা চলছে।’

তিনি বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের বিচারের জন্য এই মাদ্রাসা প্রাঙ্গণে এজলাস বসানো হয়েছিল। বিচারের ইতিহাসে সেটা ব্যাপক হত্যাজজ্ঞ, একটি অভূতপূর্ব বিশেষ মামলা। তাই আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এজলাস স্থাপন করে মামলাটির বিচারের আয়োজন করা হয়। সেখানেই আমার বিরুদ্ধে দায়ের করা মামলায় বিচার কাজ করা হচ্ছে।’

আত্মপক্ষ সমর্থনের বক্তব্যে খালেদা জিয়া বিচারকের উদ্দেশ্যে বলেন, ‘এ জন্য আপনি দায়ী নন। এই সিদ্ধান্ত আপনি নেননি। মামলা কোথায় পরিচালিত হবে, কোথায় এজলাস বসবে, এ সিদ্ধান্ত প্রশাসনিক। এই সিদ্ধান্ত শাসকমহলের অভিলাষ, অভিপ্রায় জড়িত। এখানে এজলাস বসিয়ে বিচারের আয়োজন তারাই করেছে। আর সেখানেই আমাকে হাজির হতে হচ্ছে। ক্ষমতাসীনদের মাধ্যমে এই বিচারের মধ্যে ও বিচার চলাকালে আমাকে জনসম্মুখে হেও করা, অপমান-অপদস্ত করা, বিচার প্রক্রিয়ায় এক ধরনের হস্তক্ষেপ। একটি ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। তার কারণে জনমনে চরম সংশয় ও সন্দেহ সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে আমাকে বিচারের আগেই এবং বিচার প্রক্রিয়ার মধ্যে হেনস্তা ও অপমানিত করা হচ্ছে। এর প্রতিবিধান আমি কার কাছে চাইবো?’

বিচার বিভাগের ওপর বর্তমান সরকার হস্তক্ষেপ করছে উল্লেখ করে খালেদা জিয়া তার আত্মপক্ষ সমর্থনের বক্তব্যে আদালতে বলেন, ‘এখানেই নয়, ক্ষমতাসীনরা আমাদের সব মামলায় সম্ভাব্য সব পন্থায় বিচার প্রক্রিয়া প্রভাবিত করার অবিরাম অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিচারাধীন বিষয়ে বলগাহীন মন্তব্যের মাধ্যমে ও হস্তক্ষেপের সাম্প্রতিক উদাহরণ আমি এখানে উল্লেখ করতে চাই। বিএনপি বারবার জনগণকে নিয়ে দীর্ঘ সময় দেশ পরিচালনা করেছে। একটি বৃহত্তম দল হিসেবে এ দলের রয়েছে বিপুল জনসমর্থন ও গণভিত্তি। আমাদের রাজধানীতে সমাবেশ করতে দেওয়া হয় না। অথচ শাসক দল রাস্তা-ঘাট বন্ধ করে জনজীবন বিপর্যস্ত করে গত ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করেছে। বিনাভোটে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী বক্তৃতা করেছেন।’

সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে খালেদা জিয়া শেখ হাসিনার সমালোচনা করে আদালতকে বলেন, ‘‘বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপি চেয়ারপরসন একদিন মামলায় হাজিরা দেন ১০দিন দেন না। পালিয়ে বেড়ান। ব্যাপারটা কী?’ চোরের মন পুলিশ পুলিশ। একটি বিচারাধীন মামলায় এমন মানহানিকর, জঘন্য, কদর্য উক্তির আমি কী জবাব দেবো।’     

 

/এসএমএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ