X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপক্ষের ১১ সাক্ষীকে খালেদার পক্ষে ফের জেরার বিষয়ে আদেশ বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৭, ১০:১৩আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৩:১৫

খালেদা জিয়া (ফাইল ছবি)

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের ১১ সাক্ষীকে জেরা চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানি শেষে হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী বৃহস্পতিবার (৯ নভেম্বর) দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

সোমবার (৬ নভেম্বর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই দিন নির্ধারণের আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী। অন্যদিকে, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ১১ সাক্ষীকে জেরার আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করেন। এর প্রেক্ষিতে আপিল বিভাগে এ আবেদনের শুনানি শুরু হয়।

গত ২২ অক্টোবর দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেন হাইকোর্ট।

আদালত তার পর্যবেক্ষণে বলেন, খালেদা জিয়া তার আবেদন অনুসারে রাষ্ট্রপক্ষের দুই সাক্ষীকে পুনরায় জেরা ও ৯ সাক্ষীকে জেরা চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু ওই দুই সাক্ষীর পুনরায় জেরার প্রয়োজন নেই। একইসঙ্গে ৯ জন সাক্ষীর বিষয়ে তারেক রহমানের (মামলার অন্যতম আসামি) ক্ষেত্রে যে জেরা করা হয়েছে, ওই জেরা খালেদা জিয়ার ক্ষেত্রে ব্যবহার করতে বলেছেন আদালত। বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

পরে আইনজীবী জাকির হোসেন সাংবাদিকদের বলেন, গত ২৭ জুলাই মামলার ১১ সাক্ষীকে পুনরায় জেরার করার অনুমতি চাইলে বিচারিক আদালত খালেদা জিয়ার আবেদন নাকচ করে দেন। পরে ২ সাক্ষীর পুনরায় জেরা ও ৯ সাক্ষীর মূল জেরা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। হাইকোর্ট ২ সাক্ষীর পুনরায় জেরার প্রয়োজন নেই বলে আদেশ দেন। তবে ৯ জনের বিষয়ে তারেক রহমানের ক্ষেত্রে জেরা করা হয়েছে। ওই জেরা খালেদা জিয়ার ক্ষেত্রে ব্যবহার করতে বলেছেন আদালত। আমরা এ আদেশের বিরুদ্ধে আপিল করব।

প্রসঙ্গত, দদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দু’টি রাজধানীর বকশীবাজারস্থ আলিয়া মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩ এ বিচারধীন রয়েছে।

আরও পড়ুন-

খালেদা জিয়ার আদালত পরিবর্তনের আবেদন খারিজ

/ইবি/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন