X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পান্থপথে আত্মঘাতী হামলার ঘটনায় একই পরিবারের ৩ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৭, ২৩:০৯আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ২৩:০৯

রাজধানীর পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে আত্মঘাতী হামলায় অর্থ যোগান দেওয়ার অভিযোগে একই পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে গুলশান-১ এর ১২৭ নম্বর রোডের ১২ নম্বর বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

হোটেল ওলিওতে জঙ্গি হামলা (ফাইল ছবি) গ্রেফতারকৃতরা হলো, আবু তুরাব খান (৫৬), তার স্ত্রী সাদিয়া হোসনা লাকী (৪৬) ও মেয়ে তাজরীন খানম শুভ (২৯)। শনিবার আদালতের মাধ্যমে তাদের দু’দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি বানচাল করতে ওই হোটেলে অবস্থান করছিল জঙ্গি সাইফুল ইসলাম। পরে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যদের ‘আগস্ট বাইট’ অভিযানে সে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) উপ-কমিশনার মহিবুল ইসলাম খান জানান, পান্থপথের ঘটনায় গত ১৬ আগস্ট কলাবাগান থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় সাইফুলের পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছিল। মামলার তদন্তকালে বের হয়ে আসে হামলার মূল পরিকল্পনাকারী ও অর্থ সরবরাহকারী আকরাম হোসেন খান নিলয়। সে নব্য জেএমবি’র শীর্ষস্থানীয় একজন নেতা। তার পিতা আবু তুরাব খান, মা সাদিয়া হোসনা লাকী ও বোন তাজরীন খানম শুভ।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে আবু তুরাব খান জানিয়েছেন, ছেলে আকরাম হোসেনের মাধ্যমে তারা সবাই নব্য জেএমবির বায়াত গ্রহণ করেছেন। বিভিন্ন সময় সংগঠনের কাজে অর্থ সরবরাহ এবং অর্থ দাতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সংগঠনের কাজে বিতরণ করতেন।

পুলিশ আরও জানায়, আকরাম হোসেন খান নিলয় সম্পর্কে আরও তথ্য জানার জন্য গ্রেফতারকৃতদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। একইসঙ্গে নিলয়কে গ্রেফতারে অভিযানও অব্যাহত রয়েছে।

/জেইউ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা