X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভয়াল ১২ নভেম্বর: নদী তীরে মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৭, ০০:১৯আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ০০:২২

নদী তীরে মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ ভয়াল ১২ নভেম্বর নিহতদের স্মরণে উপকূলের নদী তীরে মোমবাতি জ্বালিয়ে উপকূল দিবস পালন করেছে উপকূল বাঁচাও আন্দোলন (উবা)। রবিবার সন্ধ্যা ৭টায় উপকূলীয় জেলা নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি লঞ্চ ঘাট সংলগ্ন মেঘনা নদী তীর ও খুলনা শহরের ভৈরব নদীর পাঁচ নম্বর লঞ্চ ঘাটে ব্যতিক্রমী এ উদ্যোগটি পালিত হয়।

১৯৭০ সালের এই দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের অন্তত ১০ লাখ লোক নিহত হয়। দুঃসহ সেই স্মৃতি আজো কাঁদায় উপকূলবাসীকে। ৪৭ বছর আগের এই দিনটিতে ঝড়-জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো উপকূল। 

সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে দিনটিকে উপকূল দিবস হিসেবে পালন করেছে উপকূল বাঁচাও আন্দোলন (উবা)। এছাড়াও কোস্টাল বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন দিবসটি পালন করছে।

সেদিনের সন্ধ্যায় ঘটে যাওয়া ভয়াবহ সেই তাণ্ডবে নিহতদের স্মরণে উপকূল বাঁচাও আন্দোলনের (উবা) উদ্যোগে হাতিয়া দ্বীপের তমরুদ্দিন লঞ্চঘাটে মোমবাতি প্রজ্জালন করে নিহতদের স্মরণ করা হয়।

এতে স্মৃতিচারণ করে সংগঠনের উপদেষ্টা অধ্যাপক নঈম শামীম খান বলেন, আমি তখন ছোট ছিলাম।  সেদিন ছিল রোজার দিন। গুড়ি গুড়ি বৃষ্টিসহ টানা বাতাস বইছিল সারাদিন। উপকূলের ওপর দিয়ে প্রায় দুশ’ কিলোমিটার বেগে বয়ে যায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। আমাদেরকে নিয়ে বাবা-মা সবাই চিন্তিত। তারা ভয়ে আমাদেরকে ধানের গোলায় ভরে রাখে যাতে করে আমরা না হারিয়ে  যাই। আর জোয়ারে ভেসে গেলেও যাতে গোলাসহ ভাসি।

তিনি আরও বলেন, ঝড় তুফানের সারারাত এই গোলায় বসে কাটিয়ে দিলাম। সকালের আলো ফোটার পর চারদিক দেখি গাছের সঙ্গে ঝুলে ছিল হাজারো মানুষের মৃতদেহ। দুর্যোগে গৃহহীন পুরো জেলার মানুষ। আমাদের বাড়িতেও ৫ জন মারা যায়। 

এতে উপস্থিত ছিলেন উপকূল বাঁচাও আন্দোলনের (উবা) উপদেষ্টা অধ্যাপক নঈম শামীম খান, হাতিয়া জেলা বাস্তবায়নের আহবায়ক অ্যাডভোকেট ফজলে আজিম তুহিন, উপকূল বাঁচাও আন্দোলনের (উবা) কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক শাহেদ শফিক,  সাধারণ সম্পাদক ছারোয়ার হোসেন হৃদয়, হাতিয়া শাখার আহবায়ক আরিফুল ইসলাম আজাদ, সদস্য রাসেল উদ্দিন, নুরুল হাসনাত শাওন, প্রান্ত, শাদাত, নিশাদ, নোমান প্রমুখ।

এদিকে, একই সময়ে সংগঠনের খুলনা শাখার উদ্যোগে শহরের ভৈরব নদীর পাঁচ নম্বর লঞ্চঘাটে মোমবাতি প্রজ্জালন করে দিবসটি পালন করা হয়েছে। কর্মসূচির পরিচালনা করেন এম মোস্তফা কামাল। এতে প্রধান অতিথি ছিলেন সিডিপি খুলনা শাখার সমন্বয়কারী এস এম ইকবাল হোসেন বিপ্লব।  

/এসএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বসাহিত্যের খবর
বিশ্বসাহিত্যের খবর
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের