X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অর্থ হলো ধর্মের মতো, বিশ্বাসের ব্যপার: লিওনেল শ্রিভার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৭, ১৭:৫৯আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৯:২০

কাজী আনিসের সঙ্গে আলাপচারিতায় লিওনেল শ্রিভার মানুষ অর্থকে ধর্মের মতো করেই বিশ্বাস করে বলে মনে করেন যুক্তরাজ্য প্রবাসী মার্কিন লেখক ও সাংবাদিক লিওনেল শ্রিভার। তিনি মনে করেন, ধর্মের বাণী অনুযায়ী মানুষ যেমন মহাপ্রলয়ের ভয়ে ভীত থাকে, তেমনি অর্থনৈতিক দুর্দশার ভয়েও তারা সবসময় ভীত থাকে। ‘ঢাকা লিট ফেস্ট ২০১৭’-এর দ্বিতীয় দিনে শুক্রবার (১৭ নভেম্বর) ‘উই নিড টু টক অ্যাবাউট শ্রিভার’ শীর্ষক এক সেশনে তিনি এসব কথা বলেন। লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ এই সেশনটি পরিচালনা করেন।
সেশনের শুরুতেই লিওনেল শ্রিভারকে নিয়ে হাজির হন কাজী আনিস আহমেদ। প্রায় ঘণ্টাব্যাপী এই সেশনে কাজী আনিসের সঙ্গে আলাপচারিতায় শ্রিভার তুলে ধরেন তার সাহিত্য সৃজনের সংকট ও অনুপ্রেরণা নিয়ে।
শ্রিভারের পরিচয় দিতে গিয়ে কাজী আনিস বলেন, লিওনেল শ্রিভারের লেখা একইসঙ্গে রাজনৈতিক এবং বহু স্তরবিশিষ্ট। তারই লেখা জনপ্রিয় ‘উই নিড টু টক অ্যাবাউট কেভিন’ বইয়ের নামের সঙ্গে মিল রেখেই সেশনের নামকরণ করা হয়েছে বলেও জানান তিনি। আর শুরুতেই নিজের লম্বা ক্যারিয়ার প্রসঙ্গে শ্রিভার বলেন, ‘‘পৃথিবীতে অসংখ্য লেখক আছেন যাদের পাঠক নেই। ক’দিন আগে আমিও তাদের দলে ছিলাম। ভাগ্যক্রমে, আমার বই ‘উই নিড টু টক অ্যাবাউট কেভিন’ পাঠকপ্রিয়তা অর্জন করলে আমার দলও বদল হয়।’’
কাজী আনিস আহমেদ জানতে চান, এমন জ্বলজ্যান্ত রাজনৈতিক উপাখ্যান শ্রিভার কিভাবে লেখেন? উত্তরে তিনি বলেন, ‘কেবল নিজের সময়ের রাজনৈতিক ঘটনাপ্রবাহ তুলে না ধরে রাজনৈতিক ঘটনাকে কালজয়ী ঘটনার প্রতীকে হাজির করতে হবে।’ বিভিন্ন সন্ত্রাসী ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, ‘যে ব্যক্তি কনসার্টে গুলি চালিয়ে মানুষ খুন করছে, সেই ব্যক্তি রাস্তায় জনসভার ওপর দিয়ে ট্রাক চালিয়ে দিচ্ছে। আবার সেই ব্যক্তিই স্কুলে বাচ্চাদের গুলি করে মারছে। আসলে সন্ত্রাসের চরিত্র একই রকম। এভাবে অনেকগুলো ঘটনার একটি সাধারণ ছাঁচ বা প্রতীক তৈরি করা যায়। আর তাতেই রাজনৈতিক উপাখ্যান হয়ে ওঠে কালজয়ী।’
রাজনীতি ও সমাজনীতির সবচেয় ঘনিষ্ঠ অনুঘটক হলো অর্থ। এ প্রসঙ্গেও নিজের মতামত ও ধারণা তুলে ধরেন শ্রিভার। তিনি বলেন, ‘অর্থ অনেকটা বিশ্বাসের মতো ব্যাপার। ধর্মের মতোই এর আচরণ। এবং ধর্মশাস্ত্র অনুযায়ী লোকে যেভাবে মহাপ্রলয়ের ভয়ে ভীত, তেমনি একটি অর্থনৈতিক ডিস্টোপিয়ার ভয়েও মানুষজন সবসময় সন্ত্রস্ত থাকে।’
আলাপচারিতার শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গও উঠে আসে। এসময় ট্রাম্প প্রশাসনের ব্যঙ্গাত্মক সমালোচনা করেন লন্ডন প্রবাসী এই মার্কিন লেখিকা।
আলোচনা শেষে উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন লিওনেল শ্রিভার।

/টিআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান ঢাকা লিট ফেস্টের
পর্দা নামলো ঢাকা লিট ফেস্টের
ডিএসসি দক্ষিণ এশীয় সাহিত্য পুরস্কার পেলেন শ্রীলঙ্কার আনুক আরুদপ্রাগাসাম
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা