X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘সরকারের উচিত ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের উৎসাহিত করা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৭, ১৬:২৩আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৬:২৩

‘দেশের ইংরেজি মাধ্যমে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে এবং বিশ্বের অন্যান্য দেশের চেয়ে এখন দেশের শিক্ষার্থীরা ভালো ফলাফলও করছে। তাই সরকারের উচিত এই মাধ্যমের শিক্ষার্থীদের আরও উৎসাহিত করা।’ শনিবার সকালে দেশের ইংরেজি মাধ্যম স্কুল ‘একাডেমিয়া’ আয়োজিত ‘ও’ এবং ‘এ’ লেভেলের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এসব কথা বলেন।

শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান একাডেমিয়া স্কুলের লালমাটিয়ার নিজস্ব ক্যাম্পাসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. এম ওমর রহমান বলেন, ‘এখন গ্লোবাল ভিলেজের যুগ। আমরা সবাই গ্লোবাল ভিলেজের সিটিজেন। তাই শুধু দেশের গণ্ডি নিয়ে চিন্তা করলে হবে না। ভালো ফলাফল করে উন্নত বিশ্বের সঙ্গেও প্রতিযোগিতা করতে হবে।’

২০১৭ সালে বিশ্বব্যাপী ব্রিটিশ কারিকুলামে অনুষ্ঠিত হওয়া ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষার ভালো ফলাফলের জন্য বাংলাদেশের একাডেমিয়া স্কুলের মোট ২০২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে ‘ও’ লেভেল থেকে ১৪৮ জন এবং ‘এ’ লেভেল থেকে ৫৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া শিখে দেশের সুনাগরিক হওয়ার পাশাপাশি বিশ্ব নাগরিক হিসেবে তৈরি হতে হবে। দেশীয় শিক্ষায় সুশিক্ষিত হয়ে দেশের তরুণ শিক্ষার্থীদের তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে হবে।’

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডেক্সেল-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাইদুর রহমান ও দক্ষিণ এশিয় অঞ্চলের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমিয়া স্কুলের অধ্যক্ষ অধ্যাপক ড. এম. মাহবুবুল হক।

/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
গাজার গণকবরের ৮৫ শতাংশ মরদেহই অজ্ঞাত
গাজার গণকবরের ৮৫ শতাংশ মরদেহই অজ্ঞাত
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক সদস্য গ্রেফতার
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক সদস্য গ্রেফতার
বিশ্বসাহিত্যের খবর
বিশ্বসাহিত্যের খবর
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না