X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শিশু মোত্তাসিম হত্যা মামলা: তিন জনের ফাঁসি বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৭আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৯

 

শিশু মোত্তাসিম হত্যা মামলা: তিন জনের ফাঁসি বহাল জামালপুর জেলার লুৎফর রহমানের ছেলে মোত্তাসিম বিল্লাহ (৭) হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া দণ্ডাদেশপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে তিন জনের ফাঁসির রায় বহাল রেখেছেন হাইকোর্ট। তবে বাকি দুই জনকে খালাস দেওয়া হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর  যৌথ বেঞ্চ এ রায় দেন। 

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মারুফা আক্তার শিউলি। রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষে আইনজীবী ছিলেন অমূল্য কুমার সরকার। এছাড়া আসামিপক্ষে ছিলেন আইনজীবী একেএম ফজুলল হক খান ফরিদ, তাকে সহযোগিতা করেন আইনজীবী সাইফুর রহমান রাহী।

আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক সম্পত্তির লোভে ২০০১ সালের ৩১ মে সন্ধ্যায় জামালপুর শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা আমেরিকা প্রবাসী লুৎফর রহমানের ৭ বছরের শিশুপুত্র মোত্তাসিম বিল্লাহকে তার চাচাতো ভাই তোফায়েল আহমেদ হীরা বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়া এলাকায় নিয়ে দণ্ডপ্রাপ্তরা শিশু মোত্তাসিম বিল্লাহকে বালিশ চাপা দিয়ে হত্যা করে একটি নির্মাণাধীন ভবনের মেঝেতে পুঁতে রাখে।

এরপর এ ঘটনায় পুলিশ তোফায়েল আহমেদ হীরাকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকারোক্তি অনুযায়ী অপহরণের ৭৯ দিন পর শিশু মোত্তাসিমের লাশ উদ্ধার করে পুলিশ। পরে অপহরণ ও হত্যার ঘটনায় শিশু মোত্তাসিমের খালু আশরাফ হোসেন বাদী হয়ে তোফায়েল আহমেদ হীরাসহ ৬ জনকে আসামি করে অপহরণ ও হত্যার অভিযোগে জামালপুর থানায় দু’টি মামলা দায়ের করেন।

এরপর ২০০৩ সালে শিশু মোত্তাসিম বিল্লাহ অপহরণ মামলায় তোফায়েল আহমেদ হীরা, সোহেল রানা ও আনোয়ার হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল।

এছাড়া হত্যা মামলায় ২০১৫ সালের ১৮ জানুয়ারি জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওয়াহেদুজ্জামান শিকদারের আদালত আসামি তোফায়েল আহমেদ হীরা, সোহেল রানা শিপন, আনোয়ার হোসেন, লোকমান আলী, আয়নাল হকের ফাঁসির রায় দেন।

এরপর দু’টি পৃথক বিচারিক আদালতের রায়ের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টে শুনানি হয়। শুনানি শেষে রবিবার হাইকোর্ট এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে তোফায়েল আহমেদ হীরা, সোহেল রানা শিপন, আনোয়ার হোসেন  পলাতক রয়েছে। তবে হাইকোর্টের রায়ে খালাস পাওয়া লোকমান ও আয়নাল কারাগারেই রয়েছে।

 

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
ঘুষ কেলেঙ্কারি মামলার বিচার২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
লরিয়াস অ্যাওয়ার্ড যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
তীব্র গরমের মধ্যে আগুনে পুড়লো চাঁদপুরের ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান
তীব্র গরমের মধ্যে আগুনে পুড়লো চাঁদপুরের ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান
সর্বাধিক পঠিত
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস