X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আজিমপুর নগর স্বাস্থ্যকেন্দ্রে একদিন

তাসকিনা ইয়াসমিন
২৪ ডিসেম্বর ২০১৭, ০৮:০০আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৫:৪১

আজিমপুর নগর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়ে আসা মানুষের ভিড় (ছবি-সাজ্জাদ হোসেন) ফারহান হকের বয়স ছয় মাস। মা মুক্তা হক তার এই ছেলেকে টিকার জন্য নিয়ে এসেছেন আজিমপুর নগর স্বাস্থ্যকেন্দ্রে। তিনি বলেন, ‘ফারহানের জন্মের পর এখান থেকেই সব টিকা নিচ্ছি। পাশাপাশি পরিবারের কারও ঠাণ্ডা কিংবা সর্দির সমস্যা হলে আমরা এখানেই আসি।’

সম্প্রতি সরেজমিন দেখা গেছে— ফারহানের মতো রুমা, মুনিয়া, সাদিয়াসহ আরও অনেক শিশু মায়ের সঙ্গে এসে অপেক্ষা করছে টিকা দেওয়ার জন্য। গায়ে জ্বর নিয়ে মায়ের সঙ্গে এসেছে পাঁচ বছরের রুমিয়া সুলতানা।

টিকা নিতে আসা শিশু ও অন্য রোগীদের নাম খাতায় টুকে রাখছেন রিসিপশনিস্ট সেলিনা আক্তার। এরপর শিশুদের কার্ড দেখে নাম ধরে ডাকছেন তিনি। এভাবেই চলছে টিকা দেওয়ার কাজ। এই স্বাস্থ্যকেন্দ্রে প্রতি সোমবার শিশুদের টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রিসিপশনিস্ট সেলিনা আক্তার বাংলা ট্রিবিউনকে জানান, টিকা দেওয়ার দিন ৮০-৯০ জন রোগী আসে হাসপাতালে। অন্যদিনে সেই সংখ্যা হয় ৬০। সাধারণ রোগীদের ৪০ টাকা দিয়ে টিকিট কাটতে হয়। তবে টিকার জন্য আলাদা করে কোনও টাকা গুনতে হয় না। ৩০ শতাংশ রেডকার্ড আছে এমন রোগীদের সেবা দেওয়া এই নগর স্বাস্থ্যকেন্দ্রে বাধ্যতামূলক। হতদরিদ্ররাই কেবল এখান থেকে রেডকার্ড পেয়ে থাকেন।

আজিমপুর নগর স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক (ছবি-সাজ্জাদ হোসেন) জানা গেছে, শিশুদের জন্মের পর ডেলিভারি সেন্টারেই বিসিজি টিকা দেওয়া হয়। এরপর দেড় মাস বয়সে শিশুরা প্রথম টিকা নিতে নগর স্বাস্থ্যকেন্দ্রে আসে। তবে ভুলক্রমে অনেক শিশু বিসিজি টিকা থেকে বাদ পড়লে স্বাস্থ্যকেন্দ্রটিতে তা দেওয়া হয়। দেড়, আড়াই, সাড়ে তিন ও নয় মাস— এভাবে ইপিআর শিডিউল মেনে টিকাদান চলে। ১৫ বছর থেকে ৪৯ বছর বয়সী কিশোরী ও নারীদের দেওয়া হয় টিটেনাসের টিকা।

আজিমপুর স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. নাজমুন লীনা ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভিন্ন ধরনের রোগ থেকে মৃত্যুহার কমানোর জন্য শিশুদের টিকা দিই আমরা। এতে করে নিউমোনিয়াসহ বিভিন্ন অসুখ থেকে সুরক্ষায় থাকে শিশুরা। আমাদের এখানে অন্তঃসত্ত্বা মায়েদেরও সেবা দেওয়া হয়।’

স্বাস্থ্যকেন্দ্রটিতে কিশোরীদের সুরক্ষায় প্রজনন স্বাস্থ্যসেবা দেওয়া হয় উল্লেখ করেন ডা. নাজমুন লীনা। তার কথায়, ‘এখানে অন্তঃসত্ত্বা নারীদের বিভিন্ন রক্ত পরীক্ষা ও প্রস্রাব পরীক্ষা করা হয় বিনামূল্যে। রক্তশূন্যতায় ভুগছে এমন কোনও কিশোরী পেলে তাকে প্রথম তিন মাস আয়রন বড়ি দেই। ০-৪৯ সপ্তাহ সময়ের জন্য মায়েদের আয়রন বড়ি দেওয়া হয়। পরের সপ্তাহে দেওয়া হয় দুটি করে। তারপর পরীক্ষা করে হিমোগ্লোবিনের মাত্রা দেখে রক্তশূন্যতা দূর করতে খাওয়ানো হয় ওষুধ।’

আজিমপুর নগর স্বাস্থ্যকেন্দ্র (ছবি-সাজ্জাদ হোসেন)

এখানে ০-৪৯ সপ্তাহ সময়ের জন্য একইসঙ্গে কিশোরী, অন্তঃসত্ত্বা ও বয়স্ক নারী-পুরুষের স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এ তথ্য জানিয়ে ডা. নাজমুন লীনা ইসলাম আরও বলেছেন, ‘আমরা এখানে পুরুষ রোগীদেরও সেবা দেই। এখানে রেডকার্ড পান বস্তিবাসীদের অনেকে। রেডকার্ড আছে এমন রোগীদের উপার্জন জানার জন্য মাঠপর্যায়ে জরিপ করা হয়। এরপর দেওয়া হয় রেডকার্ড। তারা চিকিৎসা, ওষুধসহ সব সেবা পায় বিনামূল্যে। ডেলিভারির সময় ঘনিয়ে এলে সেবা দিতে হয় তখন তাদের আমরা হাজারীবাগের কেন্দ্রে পাঠিয়ে দেই, সেখানে বিনামূল্যে সেবা দেওয়া হয়।’

একযুগ ধরে স্বাস্থ্যকেন্দ্রটি চালু রয়েছে উল্লেখ করে এই চিকিৎসক বললেন, ‘স্থানীয় বাসিন্দারা চিকিৎসা ও পরিবার পরিকল্পনার সেবা পেয়ে আসছেন এখানে। এছাড়া নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেও দেওয়া হয় সেবা, থাকে কাউন্সেলিং। এ বিষয়ে একজন কাউন্সেলর আছে। এ সংক্রান্ত কোনও রোগী এলে পরিবারের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে কাজ করে থাকি আমরা।’

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অধীনে আজিমপুর স্বাস্থ্যকেন্দ্রটি পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মূল কেন্দ্র হাজারীবাগে। হাজারীবাগ নগর স্বাস্থ্যকেন্দ্রের মোট সাতটি কেন্দ্র আছে। এগুলো হলো— নগর স্বাস্থ্যকেন্দ্রের হাজারীবাগ নগর মাতৃসদন, কালনগর প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার (পিএসিসি)-১, আজিমপুর পিএসিসি-২, শহীদনগর পিএসিসি-৩, শহীদনগর বউবাজার পিএসিসি-৪, বকশিবাজার পিএসিসি-৫ ও ইসলামবাগ পিএসিসি-৬।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ