X
শুক্রবার, ১৭ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

বিকাশের মাধ্যমে হুন্ডি ব্যবসায় জড়িত আট এজেন্ট আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৮, ১৫:৫২আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৫:৫২

আটক আট বিকাশ এজেন্টের মধ্যে সাত জন রেমিটেন্সের টাকা অবৈধভাবে বিকাশের মাধ্যমে হুন্ডি ব্যবসা করার অভিযোগে আট এজেন্টকে আটক করেছে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে অর্গানাইজড ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম এসব তথ্য জানান। রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আটক আট বিকাশ এজেন্ট হলেন রাজশাহীর গোদাগাড়ীর মান্নান (৩০), পাবনার আমিনপুরের মনোয়ার হোসেন মিন্টু (২৯), একই এলাকার মোজাম্মেল মোল্লা (৩৩), ডাঙ্গুরার সঙ্গীত কুমার পাল (৪৫), সাথিয়ার জামিনুল হক (৩৮), বেড়ার হোসেন আলী, চট্টগ্রামের লোহাগড়ার দিদারুল হক (৩১)  ও ময়মনসিংহ জেলার ফুলপুরের আবু বকর সিদ্দিক। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে  ওই পুলিশ কর্মকর্তা বলেন, গত বছরের সেপ্টেম্বরে বিএফআইই ’র একটি প্রতিবেদন সিআইডিতে পাঠায় বাংলাদেশ পুলিশ। সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ অনুসন্ধান করে জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র রেমিটেন্স কমানোর পেছনে কাজ করছে।  এই চক্রটির অবৈধ হুন্ডি তৎপরতায় রেমিটেন্সের প্রবাহ কমে যাচ্ছে। বাংলাদেশে ও দেশের বাইরে অবস্থান করা কিছু  হুন্ডিকারী সদস্য এ কাজটি করছে। তারা বিদেশে অবস্থান করা বাংলাদেশিদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে তা বৈধ পথে দেশে না পাঠিয়ে ওই সমপরিমাণ অর্থ বাংলাদেশে থাকা চক্রের মাধ্যমে স্থানীয় মুদ্রায় (টাকা) পরিশোধ করছে। দেশের ভেতরে এই টাকার লেনদেন হচ্ছে বিকাশের মাধ্যমে।

তিনি জানান, এই চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে দেশের বিভিন্নস্থানে অভিযান চালায় সিআইডি। অভিযানে আটজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে।

/আরজে/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাঁড়িয়ে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন
দাঁড়িয়ে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন
বিশ্ববিদ্যালয়ের ঝরনায় ঘুরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
বিশ্ববিদ্যালয়ের ঝরনায় ঘুরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
এই দিনে ফিরে এসেছিলেন শেখ হাসিনা
এই দিনে ফিরে এসেছিলেন শেখ হাসিনা
ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলনের প্রভাব কতটুকু?
ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলনের প্রভাব কতটুকু?
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়