X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ২৪ ঘণ্টায় চার জনের অস্বাভাবিক মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৮, ১৮:১৮আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৮:২৩

 



আত্মহত্যা রাজধানীতে গত ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় চার জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন কলাবাগানের নাজমুল ইসলাম (৪০), উত্তরার আলামিন (২০),মিরপুরের কাশেম (২০) ও শাহবাগের সোবাহান কাদির (৩৭)। শনিবার (২৪ মার্চ) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের ময়নাতদন্ত করা হয়।
কালাবাগানে উপ-পরিদর্শক মো. তরিকুল ইসলাম জানান, শনিবার সকাল ১০টার দিকে নর্থ সার্কুলার রোডের একটি বাসা থেকে মিনি গার্মেন্টস ব্যবসায়ী নাজমুল ইসলামের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিবারের বরাদ দিয়ে তরিকুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস দেন নাজমুল। তিনি নওগাঁর সদর থানার রাইজু গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। তার স্ত্রীর নাম মাফিয়া শারমিন। তাদের দুটি সন্তান আছে।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, শুক্রবার (২৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় দিকে উত্তরার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের একটি হোটেলের বয় আলামিন গ্রিলের মেশিন পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আলামিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের মো. নবির হোসেনের ছেলে।

মিরপুর থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে মো. কাশেম আত্মহত্যা করেছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মধ্য পীরেরবাগের একটি বাসা থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। কাশেম বিলবোর্ডের কাজ করতেন। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচড় গ্রামের চান মিয়ার ছেলে।

শাহাবাগ থানার উপ পরিদর্শক মো. রমজান হোসেন জানান, পারিবারিক কলহের জেরে সোবাহান কাদির আত্মহত্যা করেন। পরিবারের বরাদ দিয়ে রমজান হোসেন জানান, কাদির মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে কলহের জেরে কয়েক দিন আগে স্ত্রী সনিয়া আকতার নারায়ণগঞ্জ বাবার বাড়ি চলে যান।পরে হতাশাগ্রস্ত হয়ে তিনি সিলিং ফ্যানের সঙ্গে বৈদ্যুতিক তার বেঁধে গলায় ফাঁস দেন। রাত পৌনে ১২টায় পরিবাগের একটি বাসা তার মৃতদেহ উদ্ধার করা হয়। কাদিরের বাবার নাম খাজা হুমায়ন।

 

/এআইবি/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী