X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন সংশ্লিষ্ট ১২ লাখ ব্যক্তির ভোটাধিকার নিশ্চিত করা জরুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৮, ১৭:১২আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৯:০৮

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি জাতীয় নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টদের ভোটাধিকার নিশ্চিত করা জরুরি বলে মনে করেন রাজনীতিবিদ এবং বিশেষজ্ঞরা। রবিবার (৮ এপ্রিল) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ আয়োজিত ‘বাংলাদেশে প্রবাসী ভোটাধিকার প্রবর্তন: সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় এ অভিমত ব্যক্ত করেছেন বক্তারা।

ইলেকশন ওয়ার্কিং গ্রুপ আয়োজিত আলোচনা সভা সভায় প্যানেল আলোচক সাবেক রাষ্ট্রদূত আবদুল মোমেন চৌধুরী বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে। হাতে খুব কম সময় বলে তাড়াহুড়ো করে কাজ করতে হবে। প্রবাসে যারা বাংলাদেশি আছেন তারা দেশের কাছ থেকে সম্মান প্রাপ্তির আশা রাখেন। আমাদের দেশের বেশিরভাগই মধ্যপ্রাচ্যে আছেন শ্রমিক হিসেবে। ভোট দেওয়ার ইচ্ছা তাদের আছে কিন্তু সম্ভব হচ্ছে না। প্রবাসীদের ভোটের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যে সক্ষমতার কথা বলছে সে মন্তব্য করা কিন্তু তাদের কাজ না।’

তিনি আরও বলেন, ‘এই যে আপনারা প্রবাসীদের ভোটাধিকারের কথা আজ আলোচনায় তুলছেন, এখানে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশিদের কথা নেই। লাখ লাখ বাংলাদেশি আছে সেখানে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের আগে নির্বাচন কমিশনের সক্ষমতা তৈরি করার কাজ শুরু করা বেশি জরুরি বলে আমি মনে করি।’

সাবেক রাষ্ট্রদূত নাসিমা ফেরদাউস মনে করেন, প্রবাসে কারা ভোটার হবেন তার একটি সুস্পষ্ট নীতিমালা থাকা জরুরি। এছাড়া ইলেকট্রনিক ভোটিং সিস্টেম নিজ দেশে শুরু করার আগে পাশের দেশগুলোকে আগে মনিটর করা উচিত। তিনি বলেন, ‘ভারতে সব জায়গায় নির্বাচন একদিনে হয় না। তাদের ইলেকট্রনিক ভোটিং কয়েকদিন ধরে হয়। সে দেশের ভোট ব্যবস্থা যদি বাংলাদেশে বসে মনিটর করা যায় তাহলে ইসি অনেক কিছু ধারণা পেতে পারে। প্রক্সি ভোটিং ইউকে’তে সম্ভব। তাদের সঙ্গে আমাদের নৈতিকতার অনেক ফারাক। আমাদের দেশ এই মুহূর্তে প্রক্সি ভোটের জন্য প্রস্তুত না বলে আমি মনে করি।’

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের দেশের যে ১২ লাখ মানুষ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা আগে জরুরি। যে ১২ লাখ লোক নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত তাদের ভোটাধিকার নিশ্চিতের কথা চিন্তা করলে প্রবাসীদের ভোটাধিকার সমস্যার সমাধান এসে যাবে। প্রবাসীদের ভোটার হওয়া নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু বাধা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তাদের যে ইচ্ছা ছিল না তা বলা যাবে না। তাদের বক্তব্য ছিল আমাদের ক্যাপাসিটি নেই।’

তিনি আরও বলেন, ‘ভোট আমাদের দেশে বাধ্যতামূলক না। আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এজন্য অনেকেই দেখবেন নির্বাচন বয়কট করে। আমরা নির্বাচনের আলাপ করি কোনও দেশের রেফারেন্স নিয়ে? যেগুলো আমাদের এই উপমহাদেশের বাইরে। আমাদের রেফারেন্স হিসেবে নিতে হবে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা। এছাড়া আমাদের সংবিধানেও কিছু সংস্কারের প্রয়োজন আছে বলে আমি মনে করি। কারণ, আমাদের দেশের আইন আপনাকে দেশের বাইরে কোথাও ব্যালট পেপার পাঠানোর অনুমতি দেয় না।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘প্রবাসে অবস্থিত বাংলাদেশিদের সংখ্যা নিয়ে এখানে আলাপ করি। অথচ আমাদের জানা সংখ্যার অনেক বেশি পরিমাণ নাগরিক দেশের বাইরে থাকে। শুধু থাকেন বললে ভুল হবে, আমাদের অর্থনীতির চাকা সচল রাখেন। তাদের যারা ভোট দিতে পারেন না তারা কিন্তু ভীষণ কষ্ট পায়। আমরা বাইরের কথা বলছি, আমাদের দেশে যারা কারাগারে আছেন তারাও কিন্তু ভোট দিতে চান। তাদের ভোটাধিকারও নিশ্চিত করা দরকার।’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান বলেন, ‘২০১৪ সালে আমাদের দলের নির্বাচনি ইশতেহারে প্রবাসীদের ভোটাধিকারে কাজ করার কথা উল্লেখ করা আছে। এই কাজটি যেমন সাংবিধানিক চ্যালেঞ্জ, একই সঙ্গে প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জও বটে। আজ রাতে আমাদের দলের একটি মিটিং আছে। সাংবিধানিক ব্যাপারটি আমি সেখানে তুলবো। আমরা চাই সবাই ভোট প্রদান করুক। নির্বাচন কমিশন সক্ষমতা অর্জনের জন্য যা যা করা প্রয়োজন তাই করা হচ্ছে।’

/এসও/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইপিএল থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন ম্যাক্সওয়েল!
আইপিএল থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন ম্যাক্সওয়েল!
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
রাশিয়ায় বন্যা, শত শত ঘরবাড়ি প্লাবিত
রাশিয়ায় বন্যা, শত শত ঘরবাড়ি প্লাবিত
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি