X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রশ্নফাঁসের হোতা বাংলাদেশ ব্যাংকের সেই কর্মকর্তা উধাও

রাফসান জানি
০৮ এপ্রিল ২০১৮, ২৩:৩৪আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ২১:১৯

 



আবু জাফর মজুমদার প্রশ্নপত্র ফাঁসকারীচক্রের অন্যতম হোতা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আবু জাফর মজুমদার গত বুধবার (৪ এপ্রিল) অফিস করার পর থেকে উধাও রয়েছে। এরপর সে আর অফিসে আসেনি, ছুটিও নেয়নি। বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে তার স্ত্রী বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপককে জানিয়েছেন, তার স্বামী অসুস্থ। তাই অফিস আসতে পারবেন না। এরপর দুদিন সরকারি ছুটি থাকার পর রবিবারও (৮ এপ্রিল) অফিস করেনি আবু জাফর।
প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে নিজের নাম প্রকাশ হওয়ার পর থেকেই সে গাঢাকা দিয়েছে বলে ধারণা করছেন গোয়েন্দা কর্মকর্তারা। একইভাবে উধাও রয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা পুলকেশ দাস বাচ্চু ও জালিয়াতির জন্য ডিভাইস সরবরাহকারী সোনালী ব্যাংকের আইটি অফিসার মোহাম্মদ কার্জন।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রশ্ন ফাঁসকারীচক্রের ১০ জনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (উত্তর)। তাদের জিজ্ঞাসাবাদে এই চক্রের হোতাদের কয়েকজনের পরিচয় বেরিয়ে আসে। যাদের মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা আবু জাফর মজুমদারসহ তার দুই সহযোগী উপজেলা নির্বাচন কর্মকর্তা পুলকেশ দাস বাচ্চু ও সোনালী ব্যাংকের আইটি অফিসার মোহাম্মদ কার্জন। এরপর থেকেই তাদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।
রবিবার বাংলাদেশ ব্যাংকে গিয়ে জানা গেছে, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের সহকারী পরিচালক হিসেবে কর্মরত আবু জাফর মজুমদার রুবেল অনুপস্থিতির কারণ সে নিজে জানায়নি। সবশেষ গত বুধবার অফিস করেছে সে। এরপর তার সঙ্গে অফিসের সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কারও যোগাযোগ হয়নি।
পুলকেশ দাস বাচ্চু বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা একটি অনলাইন গণমাধ্যমে (বাংলা ট্রিবিউন) প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি জেনেছি। কিন্তু সে নিজে কিছুই জানায়নি। গত বৃহস্পতিবার ও আজ রবিবার সে অফিসে আসেনি। তবে বুধবার তার স্ত্রী অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে ফোন করে জানিয়েছিল সে অসুস্থ। এরপর সেই মোবাইল নম্বরটিতে কল করা হলে অপর প্রান্ত থেকে জানানো হয়, এটি একটি দোকানের নম্বর, অর্থাৎ যেখান থেকে আবু জাফরের স্ত্রী ফোন করে অসুস্থতার কথা জানিয়েছিল। এছাড়া তার ব্যক্তিগত মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে।’
প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে আবু জাফর মজুমদারের জড়িত থাকার বিষয়ে ওই ব্যাংক কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যান্ত আমরা কোনও ব্যবস্থা গ্রহণ করবো না। এমনও হতে পারে তাকে উদ্দেশ্যমূলকভাবে এতে জড়ানো হয়েছে।’ তবে প্রকৃত অর্থে আবু জাফর অপরাধী হয়ে থাকলে বাংলাদেশ ব্যাংক অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান ওই কর্মকর্তা।
জালিয়াতির সঙ্গে নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তার জড়িত থাকার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র দেবাশীষ চক্রবর্তী বলেন, ‘সে (আবু জাফর মজুমদার) ছুটি না নিয়ে অফিস থেকে অনুপস্থিত। এটা অনুমোদনবিহীন ছুটি। তার বিষয়ে বাংলাদেশ ব্যাংক তখনই ব্যবস্থা নেবে যখন সে দোষী সাব্যস্ত হবে।’
প্রশ্নপত্র ফাঁস করে জালিয়াতির জন্য ডিভাইস সরবরাহকারী সোনালী ব্যাংকের আইটি অফিসার মোহাম্মদ কার্জনও তার পরিবার ও বন্ধুবান্ধব থেকে যোগাযোগ-বিচ্ছিন্ন রয়েছে বলে জানা গেছে। তার ফেসবুক আইডি ও ব্যবহৃত দুটি মোবাইল নম্বরও বন্ধ রয়েছে।

আরও পড়ুন: প্রশ্নপত্র ফাঁসের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক!



নাম প্রকাশ না করার শর্তে তার এক বন্ধু জানায়, কার্জন ঢাকা কলেজ থেকে গণিতে পড়াশোনা করেছে। বর্তমানে সে শ্রীমঙ্গলের সোনালী ব্যাংক শাখার আইটি অফিসার হিসেবে কর্মরত। তার বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলায়।
দীর্ঘদিন ধরেই জালিয়াতির জন্য স্মার্ট ডিভাইস সরবরাহের কাজ কার্জন করে আসছে বলে জানিয়েছে তার বন্ধু। তার দাবি, কার্জনের এসব অপকর্ম সম্পর্কে আগে থেকেই জানতো। কিন্তু সে নিয়োগ পরীক্ষাসহ এত বড় জালিয়াতিতে জড়িত তা তাদের জানা ছিল না। ঘটনাটি জানাজানির পর কার্জন কারও সঙ্গে যোগাযোগ করছে না। তার ব্যবহৃত নম্বরগুলো ও ফেসবুক আইডি বন্ধ রয়েছে। এ নিয়ে তার পরিবারের সদস্যরাও উদ্বিগ্ন।
আবু জাফর ও কার্জনের মতো পুলকেশ দাসও গাঢাকা দিয়েছে বলে জানা গেছে। তবে তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (উত্তর) এডিসি গোলাম সাকলাইন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মূল হোতাদের নাম পরিচয় পেয়েছি। এরই মধ্যে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।’

 

 

/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা