X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এসডিজি অর্জনে ভূমি প্রশাসনের ভূমিকা শীর্ষক গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ জুন ২০১৮, ০৯:১০আপডেট : ০৭ জুন ২০১৮, ১৭:২৯

এসডিজি অর্জনে ভূমি প্রশাসনের ভূমিকা শীর্ষক গোল টেবিল আলোচনা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ভূমি প্রশাসনের ভূমিকা শীর্ষক এক গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ জুন) সকাল ১০টায় ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (এলএটিসি) সন্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

গোলটেবিল আলোচনায় মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এসডিজি বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত একজন করে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদ মর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল জলিল বলেন, ‘সহযোগী মন্ত্রণালয় হিসেবে ভূমি মন্ত্রণালয় সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এসডিজি অ্যাকশন প্ল্যান তৈরি করেছে। এসডিজি আর্জনে লীড মিনিস্ট্রিগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে এবং এটুআই প্রকল্পের সহযোগিতায় ডাটাবেজ করার কার্যক্রম চলমান রয়েছে।’ তিনি লীজ ও অধিগ্রহণকৃত জমির ঠিক ব্যবহার নিশ্চিতকরণের আহ্বান জানান।

গোল টেবিল আলোচনার সঞ্চালক ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান।

ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান বলেন, ‘এসডিজি অর্জনে লীড মিনিস্ট্রিসমূহ ও ভূমি মন্ত্রণালয়ের কি কি করতে হবে, তা ইতোমধ্যে চিহ্নিত হয়েছে। এখন অ্যাসোসিয়েট মিনিস্ট্রি হিসেবে ভূমি মন্ত্রণালয়ের তথ্য কিংবা ডাটাসমূহ প্রয়োজনে লীড মিনিস্ট্রিগুলোকে পুশ বা শেয়ার করে দিতে হবে।’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী বলেন, ‘সমস্যাটা মূলত গভর্নন্সের।’ তিনি ইটভাটার মাধ্যমে কৃষি জমি ধ্বংসের বিষয়টি তুলে ধরেন। এক্ষেত্রে উপস্থিত অন্যান্য প্রতিনিধিরা কৃষি জমি সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করেন। গভর্নন্সে ইনোভেশন ইউনিটের পরিচালক ভূমির অপটিমাম ইউটিলাইজেশন নিশ্চিত করতে উপজেলা ও পৌর এলাকার বাজার সমূহে বহুতল ভবন তৈরি করা হলে কর্মসংস্থান বাড়বে এবং মাইগ্রেশন কম হবে বলে অভিমত ব্যক্ত করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ড. সরকার আলী আক্কাস বলেন, ‘টার্গেটগুলো নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন ইমপ্লিমেন্ট এজেন্সিগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘ভার্টিক্যাল এক্সটেনশন, বিভিন্ন কারণে যে সকল বৃক্ষ নিধন হচ্ছে তার হিসাব রাখা, বনায়ন নীতিমালা আরও সুনির্দিষ্টকরণ এবং ভূমির সমন্বিত ব্যবহার নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. আব্দুল হাই। তিনি বলেন, ‘প্রস্তাবিত সুপারিশগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো